বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম 'পাওয়ার কপল' ভিকি-ক্যাটরিনা। আদর্শ দম্পতি হিসাবে ‘ভিক্যাট’কে নিয়ে চর্চার শেষ নেই সবমহলে। অথচ ভিকির কথায় তিনি নাকি ক্যাটরিনার ‘আদর্শ’ স্বামী নন। ঠিক কী বলেছেন ‘গোবিন্দা মেরা নাম’ তারকা? ভিকির কথায়- ‘আমি কোনওদিক দিয়েই আদর্শ নই। একজন স্বামী হিসেবে, সন্তান হিসেবে, অভিনেতা হিসেবে অথবা বন্ধু হিসেবে। আমার মনে হয় আদর্শ হওয়ার চেষ্টা বজায় রাখা জরুরি। কারণ পারফেক্ট হওয়াটা আসলে এক মরীচিকার মতো। সব সময়ই মনে হয় সেখানে পৌঁছে গিয়েছি। কিন্তু সেখানে পৌঁছনো যায় না বললেই চলে।’ এখানেই আটকে না থেকে ভিকির সংযোজন, ‘আদর্শ স্বামী হওয়ার চেষ্টা আমি করতেই থাকি। আগামী দিনে আমি আরও ভালো হব। নিজের সেরাটাই দিতে থাকব।’
নিজেকে কোনওভাবেই ‘আদর্শ স্বামী’র খেতাব দিতে চান না ভিকি। দেখতে দেখতে বিয়ের এক বছর পার করে ফেলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তবে ক্যাটরিনার সঙ্গে প্রেম কাহিনি শুরুর অনেক আগে থেকেই নায়িকার বিরাট ভক্ত ভিকি। সেই ‘ফ্যানবয়’-এর আবেগ এখনও মুছে যায়নি একবিন্দু। সুযোগ পেলেই বউয়ের প্রশংসা শুরু করে দেন ভিকি। ক্যাটরিনা-ভিকির প্রেম কাহিনি শুরুর আগেই তাঁদের নিয়ে চর্চা শুরু হয়েছিল। সৌজন্যে কফি উইথ করণের মঞ্চে ক্যাটরিনার স্বীকারোক্তি। ভিকির সঙ্গে তাঁর জুটি ভালো মানাবে, এ কথা বলেছিলেন ক্যাট। ব্যাস, এইপর ভাগ্যবিধাতা নিজের অঙ্গুলিহেলনে জুড়ে দিয়েছিলেন ভিক্যাটকে।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল ভিকির অভিনীত ‘মনমরজিয়া’। এই ছবিতে ভিকিকে দেখে মুগ্ধ হয়েছিলেন ক্যাটরিনা। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব। তারপর প্রেম। রণবীরের সঙ্গে ভাঙা প্রেমের পর ক্যাটরিনার ব্যক্তিগত জীবনে বিরাট ঝড় বয়ে গিয়েছিল। ক্যাটের ভাঙা মনে প্রলেপ লাগান ভিকি।
বয়সে ভিকির চেয়ে বড় ক্যাট, ইন্ডাস্ট্রিতে অনেক বেশি প্রতিষ্ঠিত। অনেকেই ভেবেছিলেন এই প্রেম টিকবে না। নিজেদের প্রেমচর্চা নিয়ে কোনওদিন মুখ খোলেননি তাঁরা। তবে নিন্দকদের মুখে ঝামা ঘষে ২০২১ সালের ডিসেম্বর মাসে যোদপুরে রাজকীয় বিয়ের পর্ব সারেন দুজনে। তারপর থেকে সুখে সংসার করছেন দুজনে।
ক্যাটরিনাকে শেষবার ‘ফোন ভূত’ ছবিতে দেখা গিয়েছে সিদ্ধান্ত চতুর্বেদি এবং ঈশান খট্টরের সঙ্গে। তাঁকে আগামীতে ‘টাইগার ৩’ ছবিতে দেখা যাবে সলমন খানের সঙ্গে। এছাড়া বিজয় সেতুপতির সঙ্গে তিনি ‘মেরি ক্রিসমাস’ ছবিতেও অভিনয় করবেন। পাশাপাশি ফারহান আখতারের ‘জি লে যারা’ও রয়েছে ক্যাটরিনার ঝুলিতে। ভিকির শেষ রিলিজ ছিল ‘গোবিন্দা মেরা নাম’। এরপর তাঁকে দেখা যাবে মেঘনা গুলজারের 'শ্যাম বাহাদুর', বিজয় কৃষ্ণ আচার্যর 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি'র মতো ছবিতে।