২২ জানুয়ারি, শুক্রবার অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান। অযোধ্যায় তাই এখন সাজোসাজো রব। জোর কদমে চলছে প্রস্তুতি। এদিকে এই বিশেষ দিনে দেশবাসীর আবেগের কথা মাথায় রেখে দেশের বহু সরকারি, বেসরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে ২২ জানুয়ারি, দেশের অধিকাংশ ছবির শ্যুটিংও বাতিল করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (Federation of Western India Cine Employees or FWICE)। এককথায় বলা ভালো FWICE এই সোমবার বাধ্যতামূলক ছুটি হিসাবে ঘোষণা করেছে।
এফডব্লিউ আইসিই-র সভাপতি বিএন তিওয়ারি এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, 'আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওইদিন ছুটি ঘোষণা করেছি। ২২ জানুয়ারি কোনও শুটিং হবে না। কারণ আমাদের সমস্ত কর্মীদের সেই দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে।' তবে টেলিভিশন ও ওটিটি শোয়ের ক্ষেত্রে যেহেতু শ্যুটিংয়ের ও সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা থাকে, সেবিষয়ে প্রযোজকদের উদ্বেগের কথা মাথায় রেখে রয়েছে বিশেষ ব্যবস্থা। এবিষয়ে বিএন তিওয়ারি বলেন, 'কিছু নির্দিষ্ট ক্ষেত্রে শুটিংয়ের জন্য বৈধ কারণ সহ একটা অনুরোধ পত্র পাওয়ার পরেই শুটিংয়ের অনুমতি দেওয়া হবে।'
আরও পড়ুন-রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিনই কৃষ্ণভজন গাইবেন, নচিকেতা বলছেন, ‘আমি কৃষ্ণ ভক্ত’
বিএন তিওয়ারি জানান, ২২ জানুয়ারি দিনটি আমরা বৈধ ছুটি ঘোষণা করেছি, ওইদিন প্রায় ১০০টা ছবির শ্যুটিং বাতিল হয়েছে। এদিকে ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গোটা দেশের বহু তারকা। থাকবেন বিগ বি অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাট, অজয় দেবগন, সানি দেওল সহ বলিউডের প্রথমসারির তারকা।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে থাকবেন সুপারস্টার রজনীকান্ত, প্রভাস, যশ, ঋষভ শেঠি, ধনুশ সহ আরও অনেকে। এদিকে বেশকিছু মাল্টিপ্লেক্স চেইন ২২ জানুয়ারি অযোধ্যা রামমন্দিরে রামলালার প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠান সরাসরি সিনেমাহলগুলিতে সম্প্রচার করার কথা জানিয়েছে। দেশের ৭০টি শহরের প্রায় ১৬০টি সিনেমাহল এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।