'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট'-এর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে কিরণ খেরের নাম। এই ট্যালেন্ট হান্ট শো'র প্রতি এতটাই টান রয়েছে, যে ক্যানসার আক্রান্ত কিরণ শারীরিক যন্ত্রণা সামলে ফের একবার ক্যামেরার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সহ-বিচারকদের বকাঝকা করা হোক বা বিপদ্দজনক কোনও অ্যাক্ট চলাকালীন শাড়ির আঁচলে মুখ ঢাকা- কোনও কিছুতেই পিছিয়ে নেই কিরণ খের। এর মাঝেই শো-এর নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে এক খুদে প্রতিযোগী মঞ্চে কিরণ খেরের মিমিক্রি করছে।
‘ওয়ারিয়ার স্কোয়াড’-এর নন্দিনীকে লাল শাড়িতে পাওয়া গেল খুদে কিরণ খের হিসাবে। মাথায় কিরণ খের স্টাইলে টিপ, চুলে গজরা… , সবই একরকম। ছোট কিরণ খেরের শাড়ির আঁচল ধরে একজনকে হাঁটতে দেখা গেল, যেমনটা বাস্তবে আসল কিরণ খেরের মঞ্চে এন্ট্রির সময় ঘটেই থাকে। এরপর ‘ওয়ারিয়ার স্কোয়াড’-এর ভয়ঙ্কর অ্যাক্টের মাঝেই কিরণ খেরের ভয়েস ওভার ভেসে ওঠে এবং বর্ষীয়ান অভিনেত্রীর ভঙ্গি নকল করে নন্দিনী। সেখানে শোনা যায়, ‘তোমরা আমাকে ভয় দেখাচ্ছো কিন্তু…’। এখানেই শেষ নয়, এরপর শোনা যায় কিরণ খেলের চিরপরিচিত লাইন, ‘দেখো বন্ধু, আমাকে যেতে দাও, এটা আমি দেখতে চাই না। চাইলে আমার এই এপিসোডের টাকা কেটে নিও’।
সম্প্রতি এক এপিসোডে বিপদ্দজনক অ্যাক্ট আর দেখতে না পেরে স্টেজ ছেড়ে বেরিয়ে যান কিরণ, আর প্রযোজকদের উদ্দেশে পারিশ্রমিক কেটে নেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি। এই অ্যাক্ট দেখে নিজের হাসি চাপতে পারেননি কিরণ। ওয়ারিয়ার স্কোয়াড-কে গোল্ডেন বাজারও দেন বর্ষীয়ান অভিনেত্রী তথা সাংসদ। শিল্পা শেট্টি তো দেওয়ালের মাথায় চড়ে সাবাসি দিল টিমকে।
শুধু কিরণ খের নয়, চলতি সপ্তাহে এই রিয়ালিটি শো-এর প্রতিযোগিরা অপর তিন বিচারক- শিল্পা শেট্টি, বাদশা, মনোজ মুনতাসিরেরও মিমিক্রি পেশ করবে।