সালটা ২০১৫। মুক্তি পায় বজরঙ্গী ভাইজান। আর মুক্তি পাওয়ার পর নিমেষে হিট করে যায় সেই ছবি। বজরঙ্গী ভাইজান ছবির গল্প, মুন্নির সরল অভিনয়, নওয়াজউদ্দিন এবং সলমনের জুটি দেখে মুগ্ধ হয় দর্শক। ভাইজানের কেরিয়ারের অন্যতম সেরা ছবিও বলা যায় এটিকে। কবীর খান পরিচালিত এই ছবিটির গানগুলোও দারুণ জনপ্রিয়। সেই পুরনো নস্টালজিয়া উসকাতে কি এবার বজরঙ্গী ভাইজান ২ আসছে? দর্শকদের অপেক্ষা কি তবে সত্যি হতে চলেছে?
বজরঙ্গী ভাইজান ২ আসছে?
দর্শকদের প্রত্যাশা বোধহয় পূরণ হতে চলেছে। তাও শীঘ্রই। টাইমস অব ইন্ডিয়ার একটি রিপোর্টে জানানো হয়েছে বজরঙ্গী ভাইজান ২ এর স্ক্রিপ্ট তৈরি। সলমন খান সেই স্ক্রিপ্ট দেখে সম্মতি দিলেই কাজ শুরু হয়ে যাবে।
আরও পড়ুন: 'পোশাকের মতো রাজনৈতিক মতাদর্শও বদলান...' লোকসভার আগে ইঙ্গিতবহ পোস্ট বীর দাসের, নিশানায় কোন দল?
সম্প্রতি আয়ুষ শর্মা অভিনীত নতুন ছবি রুসলানের প্রচারে এসে এই ছবিটির প্রযোজক জানান বজরঙ্গী ভাইজান ২ ছবির স্ক্রিপ্ট একেবারে তৈরি। ভি বিজয়েন্দ্র হয়তো শীঘ্রই সলমন খানকে সেই গল্প পড়ে শোনাবেন।
বজরঙ্গী ভাইজান প্রসঙ্গে
বজরঙ্গী ভাইজান ছবিটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। এখানে সলমন খান ছাড়াও ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, করিনা কাপুর খান, হর্ষালি মালহোত্রা, প্রমুখ। এই ছবিটি একাধিক পুরস্কার পেয়েছে। এই ছবি মুক্তির প্রায় ৬ বছর পর সলমন খান RRR ছবিটির প্রচারে এসে জানিয়েছিলেন যে বজরঙ্গী ভাইজান ২ আসবে।
আরও পড়ুন: ইস্ট বেঙ্গল জার্সিতে বার্নল, সৌরভ ট্রোল্ড হলে পরম নয় কেন? পুরোনো ছবি খুঁজে প্রশ্ন মোহনবাগানীদের
সলমন খানের অন্যান্য প্রজেক্ট
সলমন খান সম্প্রতি বুল ছবিটি নিয়ে ব্যস্ত। এছাড়া তাঁর হাতে এআর মুরুগাদোসের সিকান্দর ছবিটি আছে। এটি ২০২৫ সালের ইদে মুক্তি পাবে। এছাড়া টাইগার ভার্সেস পাঠান ছবিটিও আছে তালিকায়।