জগদ্ধাত্রী ধারাবাহিকে নতুন ভিলেন হিসেবে এন্ট্রি নিলেন রূপসা চট্টোপাধ্যায়। আর সেটারই নতুন প্রোমো প্রকাশ্যে এল। জগদ্ধাত্রী ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে জগদ্ধাত্রীর জীবনে নতুন মোড় এবং বিপদ আসতে চলেছে।
কী দেখা যাচ্ছে জগদ্ধাত্রী ধারাবাহিকের প্রোমোতে?
এদিন জি বাংলার তরফে জগদ্ধাত্রী র যে নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে রূপসা নিজেই নিজের সিঁথিতে সিঁদুর দিচ্ছে। শাঁখা পলায় সিঁদুর লাগাচ্ছে। তারপর একটি বন্দুক হাতে বাইরে এসে তাক করে জ্যাস সান্যালকে। তখন জ্যাসকে বাঁচাতে তার সামনে এসে দাঁড়ায় তার ননদ গরিমা। আর সেই গুলিটা জগদ্ধাত্রীর না লেগে, লাগে গরিমার পিঠে। এরপরই সে রূপসার পিছনে ধাওয়া করতে গেলে পড়ে যায় মাথা ঘুরে। এখানেই প্রশ্ন উঠছে তবে কি জগদ্ধাত্রী অসুস্থ, নাকি কোনও সুসংবাদ আছে? উত্তর তো ধারাবাহিক দেবে।
আরও পড়ুন: 'লাফিয়ে ঝাঁপিয়ে সারাদিন...' ৫৫ - তেও শিশুসুলভ অজয়! জন্মদিনে বর কী কী করেন ফাঁস করলেন কাজল
আরও পড়ুন: 'শুধরে যেতে পারি তোমায় পেয়ে...' ভেঙেছে একাধিক প্রেম, জন্মদিনে নতুন গানে সোহিনীকে কী প্রমিজ করলেন শোভন?
কী দেখানো হচ্ছে?
বর্তমানে জগদ্ধাত্রী ধারাবাহিকে দেখানো হচ্ছে নায়িকার ননদের বিয়ের প্রস্তুতি চলছে। অন্যদিকে একটি খুনের তদন্ত করছে সে। আর গরিমার হবু বরের সঙ্গে খুনি রূপসার যোগ আছে কিছু। কিন্তু কি, সেটা এখনও অজানা।
কে কী বলছে এই প্রোমো দেখে?
এদিন রূপসা নিজেই তাঁর প্রোফাইলে প্রোমো ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে সবার আগে মন্তব্য করেছেন তাঁর হবু বর। সায়নদীপ সরকার সেখানে মজা করে কমেন্ট করেন, 'এবার আমি সত্যিই ভয় পাচ্ছি আমাদের বিয়েটা নিয়ে। বিয়ের দিন দেখব বন্দুক নিয়ে আমাকেও এরম গুলি করে দিচ্ছ।' আরেকজন লেখেন, 'তোমার মত নেগেটিভ চরিত্র কেউ এত ভালো ফোটাতে পারে না।'