বাংলা নিউজ > বায়োস্কোপ > Javed Akhtar: তখন মাঝরাত, ৯ পেগ মদ গলায় ঢেলে ৯ মিনিটেই ‘তুমকো দেখা…’ লিখেছিলাম: জাভেদ আখতার

Javed Akhtar: তখন মাঝরাত, ৯ পেগ মদ গলায় ঢেলে ৯ মিনিটেই ‘তুমকো দেখা…’ লিখেছিলাম: জাভেদ আখতার

জাভেদের স্মৃতিচারণা 

Javed Akhtar on Tum Ko Dekha: ‘তখন প্রায় ৯ পেগ মদ গলায় ঢালা হয়ে গিয়েছে, আমি ঠিক করলাম আজই একটা রফাদফা করে ছাড়ব। আমি নিশ্চিত গানটা আমি ৯ মিনিটেই শেষ করেছিলাম..’, অতীতের স্মৃতিতে ডুব দিলেন জাভেদ আখতার।

হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি ব্যক্তিত্ব তিনি। তাঁর কলম দিয়ে বেরিয়ে এসেছে অজস্র সুপারহিট ছবির চিত্রনাট্য, কাহিনি এবং সংলাপ। পাশাপাশি এক হাজারেরও বেশি গানের কথা লিখেছেন তিনি, যার মধ্য়ে বহু গানই আজও গেঁথে রয়েছে শ্রোতাদের মনে। কথা হচ্ছে জাভেদ আখতারের। অনেক গানই ১০ মিনিটেই লেখা শেষ করেছেন জাভেদ আখতার, তবে একটি অতি জনপ্রিয় গান মাত্র ৯ মিনিটেই লেখা শেষ করেছিলেন তিনি তাও আবার মদ্যপ অবস্থায়।

জাভেদ আখতার সম্প্রতি সেই রহস্য ফাঁস করেছেন। শুধু তাই নয়, বর্ষীয়ান লেখক মজা করে বলেন- স্ত্রী শাবানা আজমি মাঝেমধ্যেই তাঁকে সতর্ক করে বলেন প্রযোজকরা যদিও কোনওদিন জানতে পারে একটি গান লিখতে কত সময় লাগান তিনি, তাহলে আর পারিশ্রমিকের টাকা মিলবে না।

সম্প্রতি কলকাতার বুকে FICCI-র এক অনুষ্ঠানে স্মৃতি হাতড়ে জাভেদ আখতার জানান, 'আমি প্রচুর গান ১০ মিনিটে লেখা শেষ করেছি। সিলসিলার পর যশ চোপড়ার চতুর্থ সহকারী আমার কাছে এসেছিল এবং অনুরোধ করেছিল যাতে আমি তার ছবির গান বিনামূল্যে লিখেদি। ওঁর কাছে টাকা ছিল না, আমি কথা দিয়েছিলাম লিখে দেব। আমি লিখেও দিয়েছিলাম, কিন্তু যেহেতু বিনা পারিশ্রমিকে কাজ করছিলাম একটা গান অসমাপ্ত ছিল। বেচারা রোজ সন্ধ্যায় আমার কাছে এসে সেই গানটা চাইত, আর সেইসময় আমি মদ্যপান করতাম।

এরপর জাভেদ আখতার যোগ করেন, ‘প্রত্যেক সন্ধ্যায় আমাদের আসর জমতো, আর রাত ২টো অবধি গল্প-গুজব চলত। রোজই ঠিক করতাম কাল গানটা শেষ করব। রোজই আমি কাল-কাল বলে দিন পিছোচ্ছিলাম, আর বেচারা আমাকে তাড়া লাগাচ্ছিল। একদিন মাঝরাতে আমি একটা কাগজের টুকরো আর পেন চাইলাম। তখন প্রায় ৯ পেগ মদ গলায় ঢালা হয়ে গিয়েছে, আমি ঠিক করলাম আজই একটা রফাদফা করে ছাড়ব। আমি নিশ্চিত গানটা আমি ৯ মিনিটেই শেষ করেছিলাম, কারণ ওঁকে লাস্ট লোকালটা ধরতে হত। সে বারবার নিজের ঘড়ির দিকে তাকাচ্ছিল, আমি ৯ মিনিটে গানটা লিখে ওর হাতে দিই। জগজিৎ সিং গানটা গেয়েছিল, ‘তুমকো দেখা তো ইয়ে খয়াল আয়া’।

এমন একটা আইকনিক গান ৯ মিনিটে তাও আবার ৯ পেগ মদ পান করে লিখেছিলেন জাভেদ আখতার! ‘সাথ সাথ’ ছবির এই গানের দৃশ্যয়ানে ধরা দিয়েছিলেন দীপ্তি নাভাল, ফারুক শেখ, সতীশ শাহ এবং নীনা গুপ্তা। পরিচালক রমন কুমারের এই ছবির ‘ইঁউ জিন্দেগি কি রাহ মে’, ‘ইয়ে তেরা ঘর, ইয়ে মেরা ঘর’ গানগুলিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন কুলদীপ সিং।

 

 

বায়োস্কোপ খবর

Latest IPL News

বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না RR v KKR ম্যাচ, খেলা ভেস্তে গেলে বড় ক্ষতি সঞ্জুদের অভিষেক-ক্লাসেনের তাণ্ডবে দিশেহারা পঞ্জাব, ২০০ টপকেও আত্মসমর্পণ হায়দরাবাদের কাছে 'Definitely Not'- মাহির ভক্তেরা হঠাৎ ধোনিকে নিয়ে কেন এমন স্লোগান দিচ্ছেন? ভিডিয়ো: CSK হারতেই কেঁদেই ফেললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী! ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ ভাই অডিও বন্ধ কর-একটা অডিও আমার ১২টা বাজিয়েছে: ক্যামেরাম্যানকে দেখে রোহিতের মজা বারণ করা সত্ত্বেও ব্যক্তিগত ভিডিয়ো পোস্ট, স্টার স্পোর্টসকে তুলোধোনা রোহিতের IPL 2024: ‘আমার ম্যান অফ দ্য ম্যাচ যশ দয়ালকে উৎসর্গ করলাম’- ফ্যাফ ডু'প্লেসি IPL 2024: সাহসী হলে সেটব্য়াকের পর কামব্যাক হবেই! যশ দয়ালকে বার্তা KKR-এর 'ইয়র্কার নয়, স্লোয়ার বল কর', বিরাটের কথা মতো কাজ করেই ধোনিদের আটকান দয়াল- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.