শনিবার ছুটির দিন আসতেই ফের মা লক্ষ্মীর মুখ দেখলেন শাহরুখ খান। ,সেভাবে জওয়ানের প্রোমোশনও করেননি কিং খান। দক্ষিণের কিছু ইভেন্টে অংশ নিলেও মুম্বই, কলকাতা, দিল্লির মতো শহরে ছবি মুক্তির আগে দেখা মেলেনি তাঁর। তাতে অবশ্য ছবি নিয়ে ভাটা পড়েনি একফোঁটাও। পাঠান মুক্তির আগেও এই একই পলিসি ছিল তাঁর। এমনকী, এই দুটো সিনেমার ক্ষেত্রেই আর পাঁচজনের মতো কপিল শর্মা শো-তেও যাননি। আত্মবিশ্বাসী কিং খান জানতেন, তিনি চার বছর পর ফিরছেন। এটাই চলতি বছরে তাঁর ভক্তদের কাছে সবচেয়ে বড় উৎসব হতে চলেছে।
sacnilk.com-এর রিপোর্ট বলছে জওয়ান তার তৃতীয় শনিবারে ব্যবসা করল ১৩ কোটির। যা নেহাত মন্দ নয়। তৃতীয় শুক্রবারে আয় ছিল মাত্র ৭.৬ কোটি। বেশ ভালো একটা লাফই মেরেছে। রবিবার এই টাকার অঙ্ক ১৫-১৭ কোটি পর্যন্ত বাড়তে পারে।
জওয়ান বক্স অফিস কালেকশন:
শাহরুখ খানের জওয়ান মুক্তি পায় বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পায় এই সিনেমা। ১ সেপ্টেম্বর থেকেই খুলে দেওয়া হয়েছিল প্রি বুকিং উইন্ডো। ৩০-৩৫ কোটি টাকার টিকিট আগাম বুকিট করে ফেলে শাহরুখ ফ্যানরা। বৃহস্পতিবার এরপর ছবি খাতা খোলে ৭০ কোটি দিয়ে। প্রথম সপ্তাহের শেষে সিনেমার আয় ছিল ৩৮৯.৮৮ কোটি। এরপর দ্বিতীয় সপ্তাহের শেষে এসে জওয়ান আয় করল ১৩৬.১ কোটি। ছবির মোট আয় গিয়ে দাঁড়াল ১৭ দিনে ৫৪৬.৫৮ কোটি। যা টপকে গেল পাঠানকেও।
পাঠান বক্স অফিসে প্রায় ৫৮ দিনে ভারতের বাজার থেকে ঘরে তুলেছিল ৫৪৩.০৯ কোটি। সেখানে জওয়ানের এই আয় করতে সময় লাগল মাত্র ১৭ দিন। মানে শাহরুখ বাজিমাত দিলেন নিজেই নিজেকে। ভারতে বলিউডের সর্বাধিক উপার্জিত ছবির তালিকায় এখন পয়লা নম্বরে ‘জওয়ান’, দুই নম্বরে রয়েছে ‘পাঠান’। আর তিনে ‘গদর ২’।
এবার পালা ডাঙ্কি-র:
চলতি বছরে দুটো ব্লকবাস্টার দিয়েই খান্ত হবেন না কিং খান। বছর শেষে ফের একবার আসবেন অনুরাগীদের দিতে বিনোদনের হাই ডোজ। মুক্তি পাওয়ার কথা রয়েছে ডাঙ্কি সিনেমাটির। প্রথমবার রাজকুমার হিরানির পরিচালনায় কাজ করবেন কিং খান, সিনেমার নায়িকা তাপসী পান্নু। এছাড়াও রয়েছেন ভিকি কৌশল, ধর্মেন্দ্র।
সঙ্গে নভেম্বরে আসতে চলা টাইগার ৩-এও কিন্তু কেমিও করার কথা রয়েছে কিং খানের। ঠিক যেমন পাঠান-এ করেছিলেন সলমন খান। এবার ভাইজানের টাইগার-এ এন্ট্রি নেবে পাঠান শাহরুখ। ঠিক যেভাবে পাঠানকে বিপদ থেকে বাঁচিয়েছিল টাইগার, তেমনভাবেই টাইগারকে বাঁচাবে পাঠান।