বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan Box Office Collection Day 5: শাহরুখ জ্বরে কাবু দেশ, ‘জওয়ান’ অপ্রতিরোধ্য সোমবারেও! ৫ দিনে কত আয় অ্যাটলির ছবির?

Jawan Box Office Collection Day 5: শাহরুখ জ্বরে কাবু দেশ, ‘জওয়ান’ অপ্রতিরোধ্য সোমবারেও! ৫ দিনে কত আয় অ্যাটলির ছবির?

৫ দিনে কি ৩০০ কোটি করতে পারল জওয়ান?

সোমবারেও জওয়ান দেখতে হলে উপচে পড়ল লোক। শাহরুখের সিনেমা এখন যেন উৎসবে পরিণত হয়েছে গোটা দেশের মানুষের কাছে। যেন না দেখলেই মিস! সোমবারে কত আয় করল ছবিখানা?

শাহরুখ খান নিজের মুখেই বলেন বলিউডের সর্বেশেষ তারকা তিনি। সত্যিই তো, কত নায়ক এল, হৃতিক থেকে শাহিদ, রণবীর সিং থেকে আজকের বরুণ-সিদ্ধার্থরা। কিন্তু এভাবে কারও ছবি এলে, ঝাঁপিয়ে পড়ে, রাত জেগে হলে গিয়ে দর্শক দেখছে তা হয় কোথায়। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে জওয়ান। তারপর থেকে গোটা দেশ যেন উৎসবের মেজাজে। যে উৎসবে শুধু সাধারণ মানুষই সামিল হননি, তারকারাও খোশ মেজাজে যোগ দিয়েছেন। ৬ সেপ্টেম্বর রাতভোর জেগেছিলেন কিছু  কিং খান-প্রেমী, শুধু জওয়ানের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য। সিনেমা নিয়ে এরকম পাগলামো আর কজন তারকার কপালেই বা জোটে। তাই সোমবারে এসেও কিন্তু জওয়ানের টাকার অঙ্কে টান পড়ল না সেভাবে। অ্যাটলির অ্যাকশন ড্রামা ব্যবসা করল ৩০ কোটির। 

জওয়ান বক্স অফিস রিপোর্ট:

৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া জওয়ানের অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছিল ১ সেপ্টেম্বর থেকে। সিনেমা হলে আসার আগেই ২৫-৩০ কোটির টিকিট বিক্রি হয়ে যায়। আর প্রথম দিনে জওয়ান খাতা খোলে ৭৫ কোটি দিয়ে। বলিউড ছবির ক্ষেত্রে সবচেয়ে বড় ওপেনিং এটি। এর মধ্যে হিন্দি ভার্সন ব্যবসা করে ৬৫.৫ কোটি। তামিল ৫.৫ কোটির। আর তেলুগু ৪ কোটির। শুক্রবার জওয়ানের আয়ের অঙ্ক ছিল ৫৩.২৩ কোটি। শনিবার ৭৭.৮৩ কোটি। রবিবার সর্বোচ্চ আয় হয় ছবিটির, ৮০.১ কোটি। আর সোমবারে জওয়ান ঘরে তুলল ৩০ কোটি। আর এই হিসেবে ভর করে শাহরুখের সিনেমা মাত্র পাঁচ দিনেই পেরিয়ে গেল ৩০০ কোটির ঘর। 

২০২৩ সালে মাত্র দুটি বলিউড ছবিই পার করতে পেরেছে ৩০০ কোটির ঘর। যার মধ্যে সবার আগে রয়েছে পাঠান। আর তারপরে গদর ২। যদিও আশা খুব জলদি এই দুটি সিনেমার আয়কে ছাড়িয়ে, বলিউডের সর্বাধিক উপার্জিত ছবির তকমা শাহরুখের ‘জওয়ান’ নিজের ঝোলায় পুরে নেবে। 

জওয়ানে বাদশা ছাড়া আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। এছাড়াও রয়েছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার এবং রিদ্ধি ডোগরা-রা। একটি বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোনও। প্রযোজনা করেছে শাহরুখ এবং গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

রবিবার শাহরুখকে শুভেচ্ছা জানান বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। এক্স-এ (আগের টুইটার) লেখেন, ‘উফ কী দুর্দান্ত সাফল্য! আমার জওয়ান,পাঠান, শাহরুখকে অশেষ অভিনন্দন। আমাদের ছবির হাল ফিরেছে, আর একেই বলে ফিরে আসা!’ সত্যি তো, যাঁরা বলিউড ছবির দিন শেষ বলে খিল্লি করেছিলেন, বিশেষ করে শাহরুখকে চার বছর আগে ‘বুড়ো ঘোড়া’ বলে অপমান করেছিলেন, তাঁদের বাদশা দেখিয়ে দিলেন, এভাবেও ফিরে আসা যায়। 

 

বন্ধ করুন