বাংলা নিউজ > বায়োস্কোপ > Jeetu Kamal: ফেলু-একেনকে টক্কর দিতে শহরে আসছে নয়া গোয়েন্দা, ক্রিকেট খেলে কোন কেস সমাধান করবেন জিতু

Jeetu Kamal: ফেলু-একেনকে টক্কর দিতে শহরে আসছে নয়া গোয়েন্দা, ক্রিকেট খেলে কোন কেস সমাধান করবেন জিতু

ফেলু-একেনকে টক্কর দিতে শহরে আসছে নয়া গোয়েন্দা

Jeetu Kamal: ফের নতুন রূপে ধরা দিতে চলেছেন জিতু কমল। এবার গোয়েন্দা অরণ্য হয়ে আসছেন তিনি। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়, রাফিয়াত রশিদ মিথিলা, প্রমুখকে।

ফেলু মিত্তির, ব্যোমকেশ, একেন অনেক তো হল। মিতিন মাসি, সুব্রত শর্মা, শবর, সোনাদারাও বিশেষ পিছিয়ে নেই। এবার চাই স্বাদ বদল। আর সেই জন্যই এবার পর্দায় অবতীর্ণ হতে চলেছেন অরণ্য চ্যাটার্জি। এই নতুন গোয়েন্দা এবার রহস্য সমাধান করবেন। এই নয়া গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির প্রধান চরিত্রে অর্থাৎ অরণ্যের চরিত্রে দেখা মিলবে জিতু কমলের। এই ছবির পরিচালনা করবেন ক্রীড়া সাংবাদিক দুলাল দে। এটাই তাঁর প্রথম ছবি হবে, নাম ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’। তবে সিনেমায় পরে আসবে এই গল্প। তার আগে বই হিসেবে মুক্তি পাবে এটি।

অরণ্যের কাণ্ডকারখানার কথা লিপিবদ্ধ করবেন সুদর্শন হালদার। তিনি আদতে অরণ্যের জামাইবাবু। অর্থাৎ ফেলুদার কথা যেমন তোপসে, অজিত যেমন ব্যোমকেশের গল্প লেখে তেমনই আর কী। এই চরিত্রে দেখা মিলবে গায়ক শিলাজিৎ মজুমদারকে। অরণ্য কী কী অভিযানে যাবে, কী কী করবে সেগুলো আগে লিখে বই আকারে প্রকাশ পাবে তারপর সেখান থেকে অরণ্য গোয়েন্দার একটার পর একটা ছবি আসবে। এটা নিয়ে ফ্র্যাঞ্চাইজি করবেন বলে আগেই ঠিক করে রেখেছিলেন পরিচালক।

আরও পড়ুন: শ্রাবন্তীর সঙ্গে লিভ-ইন করছেন জিতু! আঁতকে উঠলেন রজতাভ

এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়, রাফিয়াত রশিদ মিথিলা, বুদ্ধদেব ভট্টাচার্য, আরজে সায়ন, লোকনাথ দে, প্রমুখ। কিন্তু শহরে যেখানে একটার পর একটা গোয়েন্দা গল্প অবলম্বনে ছবি হয়েই চলেছে সেখানে আবার এই গল্প নিয়ে ছবি করার অর্থ কী? এই বিষয়ে পরিচালক সংবাদ প্রতিদিনকে জানিয়েছেন, 'এই ছবির থিম একটু আলাদা। সে নতুন গোয়েন্দা হলেও দুর্দান্ত ক্রিকেট খেলে। পুলিশের সঙ্গে যুক্ত নয় সে, বরং ডাক্তারির ছাত্র। আর অরণ্যের গল্প বলবে সুদর্শন হালদার অর্থাৎ তাঁর জামাইবাবু। এই চরিত্রে অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার।'

আরও পড়ুন: ভোটের আগে প্রশ্ন করুন- ভাইরাল জওয়ানের শাহরুখের মনোলগ, কিং খানের মতো বদলের কথা কেজরিও বলেন, দাবি আপের

জিতু কমল যিনি কিনা এখন বাংলার অন্যতম ব্যস্ত অভিনেতা তিনি কী বলছেন? অভিনেতার কথায়, 'গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। কেবল গোয়েন্দা গল্প বলে রাজি হইনি। গল্পটা আমায় টাচ করেছে তাই করব। যে গল্প আমাকে ছুঁয়ে যাবে সেটা করব।'

বন্ধ করুন