HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বায়োস্কোপ > Jeetu-Nabanita: 'রেপ করে দেব..', থানাতেই জিতু-নবনীতাকে হেনস্থা,ঘটনায় গ্রেফতার ৪,পুলিশ কর্মীর বিরুদ্ধেও তদন্ত

Jeetu-Nabanita: 'রেপ করে দেব..', থানাতেই জিতু-নবনীতাকে হেনস্থা,ঘটনায় গ্রেফতার ৪,পুলিশ কর্মীর বিরুদ্ধেও তদন্ত

নিমতা থানাতেই নবনীতাকে ধর্ষণের হুমকি, নীরব দর্শক পুলিশ! ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। দায়িত্বে থাকা এএসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ!

নড়চড়ে বসল পুলিশ

নিমতা থানার ভিতরে পুলিশের সামনেই খুন ও ধর্ষণের হুমকির মুখে পড়তে হয়েছে, বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে এমনটাই অভিযোগ করেন অভিনেতা জিতু কমলের স্ত্রী তথা অভিনেত্রী নবনীতা দাস। সেই ঘটনায় চাঞ্চল্য সোশ্য়াল মিডিয়ায়। বিরাটি থেকে সোদপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারকা দম্পতি। এরপরের দুর্বিষহ অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আনেন জিতু-নবনীতা।

দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর ঘাতক গাড়ির চালক চড়াও হয় তাঁদের গাড়ির ড্রাইভারের উপর, দাবি নবনীতার। এরপর থানায় সুবিচার পাওয়ার আশায় এলে সেখানে পুলিশ অসহযোগিতা করে বলে অভিযোগ নবনীতার। শুধু তাই নয়, থানার ভিতরেই অভিযুক্ত গাড়িচালক এবং তাঁর তিন সঙ্গী চড়াও হয়ে খুন ও ধর্ষণের হুমকি দেয় নবনীতাকে। এই ঘটনা নিয়ে ছিছিকার নেটমাধ্যমে। ঘটনায় বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয়েছিল জিতু-নবনীতার গাড়ির সঙ্গে ধাক্কা লাগা গাড়িচালক শিবাশিস দাসকে। শুক্রবার এই মামলায় গ্রেফতার হয় শিবাশিসের তিন সঙ্গী। যাদের একজনের নাম আদিত্য প্রামাণিক। শুধু তাই নয়, নবনীতা থানার ভিতরে যে কর্তব্যরত পুলিশ অফিসারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন, সেই এএসআই-এর বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে বলে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সহকারী পুলিশ কমিশনার সুবীর রায়। সব মিলিয়ে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা চার জন। শুক্রবার তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে।

চার জনের বিরুদ্ধে মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি, বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সহকারী পুলিশ কমিশনার সুবীর রায় জানান, ‘নবনীতা দেবীর অভিযোগপত্র জমা দেওয়ার পরই তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। নিমতা থানার ওসি যথেষ্ট তৎপরতার সঙ্গে বিষয়টি সামলেছেন।’ এরপর সুবীর বাবু যোগ করেন, ‘নিমতা থানার কর্তব্যরত যে এএসআই পরশুরাম বরদলুইয়ের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনেন নবনীতা, খুব শীঘ্রই তাঁর বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত শুরু করা হবে।’

পুলিশের এই ততপরতা নিয়ে জিতু এক সংবাদমাধ্য়মকে জানিয়েছেন, গোটা ঘটনার পর থেকেই অসুস্থ নবনীতা। তবে পুলিশের এই পদক্ষেপে খুশি তাঁরা। শুক্রবারও সোশ্যাল মিডিয়ায় গতকালের ঘটনার বেশকিছু ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আনেন নবনীতা। সেখানে অভিযুক্ত চালকের সঙ্গীকে বলতে শোনা গিয়েছে, ‘ডেথ করে দেব’।

বৃহস্পতিবার ঠিক কী ঘটেছিল?

নবনীতার বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে জিতু এবং তিনি তাঁদের গাড়ি করে নিমতা এলাকা দিয়ে যাচ্ছিলেন। তাঁর আগে নাকি নবনীতা রক্ত দিয়েছিলেন। সেখানে তাঁদের গাড়িকে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত হয়। নবনীতা-জিতুর গাড়ির চালক প্রতিবাদ করলে, প্রথমে নাকি ওই মালবাহী গাড়ির চালক তাঁকে চাপা দিতে আসে। তার পরে গণ্ডগোলের জেরে দুই পক্ষ নিমতা থানায় যায়। থানাতে প্রথমে নবনীতার গাড়ির চালককে হেনস্থা করতে থাকে পণ্যবাহী গাড়ির লোকজন। নবনীতা সেখানে প্রতিবাদ করতে গেলে, হেনস্থা হয় তাঁরও।

ফেসবুক লাইভ ভিডিয়োয় নবনীতার অভিযোগ ছিল, পুলিশের সামনেই তাঁদের খুনের হুমকি দেওয়া হয়। তাঁকে দেওয়া হয় ধর্ষণের হুমকিও। ভিডিয়োয় নবনীতা কাঁদতে কাঁদতে জানান, তিনি থানা থেকে বেরোতেই ভয় পাচ্ছেন। কারণ তাঁকে হুমকি দিয়ে বলা হয়েছে, থানা থেকে বেরোলে, নাকি তাঁর উপর অভিযুক্তরা চড়াও হবে।

সূত্রের খবর, এই ঘটনায় জিতু কামালের গাড়ির চালক ও গাড়ির আরোহীদের বিরুদ্ধে অভব্য আচরণ এবং গাড়ি ভাঙচুরের জন্য পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুটি অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত করা হবে। তবে এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ জনতা। প্রশ্ন উঠছে, তারকাদের সঙ্গেই যদি পুলিশ এমন আচরণ করে, তাহলে সাধারণ মানুষের অবস্থান কোথায়?

 

বায়োস্কোপ খবর

Latest News

ভোটদানে উৎসাহিত করতে আমদাবাদে ৩৫০ কেজি রং দিয়ে তৈরি বিশেষ রঙ্গোলি দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি হবে আজ, ৬০ কিমি বেগে ধেয়ে আসছে দুর্যোগ জাল এজেন্টকে ধরে বের করলেন সেলিম, মুর্শিদাবাদে উত্তেজনা তুঙ্গে, পৌঁছল পুলিশ একই শহরে ২মৃত্যু, ক্যানসারের সঙ্গে লড়াই থামল পরিচালকের,প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী প্যানেল বাতিল হওয়ায় একাদশ-দ্বাদশের শিক্ষক নেই, ভরতি বন্ধ রাখল বীরভূমের স্কুল ১০ লাখের গাড়ি, বছরে ৪ লাখের বেশি আয় সায়নের, তৃণমূলের দেবাংশুর সম্পত্তি কত? স্ট্র্যাটেজি নয়, বাধ্য হয়েই ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিল ধোনি! সামনে এল বড় কারণ ১০ বছর ধরে সংগ্রহ করা হরিণের ৬২টি শিং পুড়িয়ে নষ্ট করল বন বিভাগ, কারণ জানেন? জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে জিতেছিলেন প্রণব, এখন তৃণমূলের শক্ত ঘাঁটি ১০ হাজার ঘণ্টা ধরে তৈরি ইশা আম্বানির মেট গালার শাড়ি স্টাইল গাউন, কী বিশেষত্ব?

Latest IPL News

স্ট্র্যাটেজি নয়, বাধ্য হয়েই ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিল ধোনি! সামনে এল বড় কারণ টিম KKR বারাণসীতে কী করছে? কলকাতায় নামতে পারল না নাইটদের চাটার্ড বিমান IPL-এ নিজের আক্রমণাত্মক মেজাজ নিয়ে অনুতপ্ত গৌতম গম্ভীর কোহলি ও গায়কোয়াড়ের লড়াইয়ের মাঝে অরেঞ্জ ক্যাপের রেসে ট্র্যাভিস হেডের এন্ট্রি রাতের ওয়াংখেড়েতে সূর্যোদয়, ঝোড়ো শতরান করে MI-কে জেতালেন স্কাই, ধাক্কা খেল SRH ‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ঠকিয়ে দিত’, কাদের কথা বললেন বিরাট? ভিডিয়ো LSG vs KKR: রাসেল মিডল ওভারে উইকেট নিয়ে চাপ কমিয়ে দেয়, প্রশংসায় পঞ্চমুখ রানা ফের একটা ফ্লাইং কিস হয়ে যাক? ১ ম্যাচ ব্যানের পরে রানাকে ট্রোল KKR তারকার 'ধোনিকে খুব সম্মান করি', গোল্ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার IPL 2024-ম্যাচ বাঁচাতে ভোকাল টনিক ঋদ্ধির, বিরাটের কাছে খেলেন গালাগাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ