সদ্যই ৭৫ বছরে পা রেখেছেন কবীর সুমন। জন্মদিনের পরদিনই ধুমধাম করে অনুষ্ঠিত হল তাঁর একক খেয়াল অনুষ্ঠান। এরপরই কিনা এই বর্ষীয়ান গায়কের নামে উঠল এক গুরুতর অভিযোগ। তাও যে সে অভিযোগ নয়, একেবারে গান চুরির অভিযোগ।
গান চুরি নিয়ে কী লিখলেন কবীর সুমন?
কবীর সুমনের বিরুদ্ধে গান চুরির অভিযোগ। কবীর সুমনের অন্যতম বিখ্যাত গান হল তোমাকে চাই। বাঙালির মুখে মুখে ফেরে এই গান। আর এই গানই কিনা চুরি করে বানানো! সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে। বব ডিলানের আই ওয়ান্ট ইউ গানটি থেকে টুকে নাকি বানানো হয়েছে এই গানটি। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কবীর সুমন।
আরও পড়ুন: 'সমাজ পুরোপুরি দায়ী', রবিনসন স্ট্রিটের কঙ্কালকাণ্ড নিয়ে কী জানালেন কমলেশ্বর মুখোপাধ্যায়?
তাঁর নামে এমন গুরুতর অভিযোগ উঠতেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন গায়ক। এদিন একটি লম্বা পোস্ট করে লেখেন এই গান মোটেই চুরি করে বানানো হয়নি। কবীর সুমন এদিন লেখেন, 'যে বঙ্গভাষী বঙ্গজরা আগেও বলেছেন, এখন আবার বলতে শুরু করেছেন যে তোমাকে চাই গানটি আমি নাকি বব ডিলানের আই ওয়ান্ট ইউ গানটি থেকে চুরি করেছি তাঁদের ও তাঁদের অনুগামীদের অবগতির জন্য লিরিক্স সমেত আই ওয়ান্ট ইউ গানটি শেয়ার করলাম। কথা, সুর, তাল, ছন্দ গায়কি কোন দিক দিয়ে ডিলান সাহেবের গান আর আমার তোমাকে চাই -এর মধ্যে কে কে কোথায় কোথায় এমন মিল পাচ্ছেন যে চুরি বলা যায়? পড়াশুনোর বদোভ্যেস থাকলে বরং কবি অরুণকুমার সরকারের লেখা তোমাকে চাই আমি তোমাকে চাই (বৈশাখী) কবিতাটির কথা বলতে পারতেন তোমাকে চাই কথাটির জন্য।'
আরও পড়ুন: 'আঁচলেই কিনা সব সম্মান...' আধুনিক মহিলাদের যৌনকর্মীদের সঙ্গে তুলনা! মমতা শঙ্করকে একহাত নিলেন স্বস্তিকা
আরও পড়ুন: 'সব শুকিয়ে গেছে...' ৫৩ বছরে এসে শ্রীময়ীকে বিয়ে, তারপরই এমন কেন বললেন কাঞ্চন?
এরপর তিনি আরও একটি বিষয়ে কথা বলেন। অনেক সময়ই তাঁর চরিত্র নিয়ে কথা ওঠে, কাটাছেঁড়া চলে। অতিরিক্ত যৌনতা, বিবাহ এসব বিষয়ে তাঁকে নিয়ে কম চর্চা হয়নি। সেই প্রসঙ্গে তিনি এদিন লেখেন, 'একদিন দল বেঁধে আসুন না আমাদের বাসায়। জানিয়ে আসবেন। গান বাজনা কবিতা লিরিক সুর তাল ছন্দ নিয়ে কথা বলা যাবে। আর ব্যক্তিগত জীবনে আমি কেমন, কতটা খারাপ তাও বুঝে নিতে পারবেন আমার সঙ্গে দিন দুই কাটিয়ে। মনে ভয় থাকলে বাবা মা শ্বশুর শাশুড়ি মেজো মেসো শিবুদাদা যে কাউকে সঙ্গে আনতে পারেন। ভিডিয়ো অডিয়ো সব করতে পারবেন।'