'আমায় হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে....' কবির লেখা এই লাইনগুলোর কথাই যেন মনে করিয়ে দিল উত্তরপাড়ার বর্তমান অবস্থা। লোকসভা নির্বাচনের আগে উত্তরপাড়া জুড়ে কেবল একটাই পোস্টার, কাঞ্চন মল্লিক নাকি নিখোঁজ! বিয়ের পর এখনও একমাসও কাটেনি তার মধ্যেই কোথায় নিখোঁজ হয়ে গেলেন কাঞ্চন? ব্যাপারটা কী?
আরও পড়ুন: ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে লোকসভার প্রচার শুরু 'দিদি নম্বর ওয়ান' রচনার, একইদিনে সিঙ্গুরে লকেট
কাঞ্চন মল্লিক নিখোঁজ হয়ে গিয়েছেন?
সম্প্রতি উত্তরপাড়া জুড়ে কাঞ্চন মল্লিকের নামে পোস্টার পড়েছে। সেখানে জানানো হয়েছে কাঞ্চন মল্লিক নাকি নিখোঁজ। আর এটা প্রচার করছে বিজেপি। খোঁচা দেওয়া হয়েছে ৫৩ বছর বয়সে এসে তৃতীয় বিয় নিয়েও। অভিনেতার নাকি এখন হানিমুন পিরিয়ড চলছে। সেই কথা প্রকাশ্যে আসার পরই জবাব দিলেন কাঞ্চন।
আরও পড়ুন: 'সময় এসে গিয়েছে...' বলিউডের তিন খান এবার এক ছবিতে? শাহরুখ-সলমনের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন আমির!
জবাবে কী বললেন কাঞ্চন?
এ হেন পোস্টার পড়তেই কাঞ্চন জি২৪ ঘণ্টাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, 'এই তো আমি। যাঁরা দেখতে পেয়েও ইচ্ছে করে দেখতে চান না, তাঁদের আমার কিছুই বলার নেই। গতকাল কল্যাণ দার হয়ে প্রচার কে করল? বিধায়ক তহবিলের টাকা খরচ করা হচ্ছে কীভাবে? বিধায়ক অফিসে কে বসছে আমি নেই তো?' অভিনেতা আরও জানান তাঁর যা কাজ, যা পরিষেবা দেওয়ার কথা তিনি সেটা দিয়ে থাকেন। সবার বাড়ি বাড়ি তিনি যেতে পারেন না। কিন্তু বিধায়ক অফিসে তিনি বসেন নিয়মিত।
সে অভিনেতা যাই বলুন না কেন, তাঁর নামে উত্তরপাড়ার হিন্দমোটরে পোস্টারে পোস্টারে ছেয়ে দিয়েছে বিজেপি। তাঁদের তরফে জানানো হয়েছে কাঞ্চন মল্লিকের নাকি এখন হানিমুন পিরিয়ড চলছে। ওখানকার মানুষ নাকি তাঁদের বিধায়ককে কোনও কাজেই পান না। দাবি বিজেপির সদস্য প্রণয় রায়। এই কটাক্ষের জবাবে কাঞ্চন জানিয়েছেন বিজেপি নাকি ইচ্ছে করে 'ঘামাচিকে কার্বাঙ্কল বানাচ্ছে।'