টিজার মুক্তি পেয়েছে বেশ কিছুদিন আগেই। নজরও কেড়েছে ক্রু ছবির সেই ঝলক। এবার প্রকাশ্যে এল ক্রু ছবিটির ট্রেলার। আর তাতেই ভরপুর কমেডি দেখা গেল না। বাদ গেল না একটা বড়সড় ক্রাইমের আঁচ।
আরও পড়ুন: 'সমস্ত ওঠাপড়ায় তুমিই ছিলে', গোয়ার সমুদ্রসৈকতে সাতপাকে বাঁধা পড়লেন কৃতি-পুলকিত, প্রকাশ্যে বিয়ের ছবি
ক্রু ছবির ট্রেলার
১৬ মার্চ মুক্তি পেল ক্রু ছবিটির ট্রেলার। করিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবু অভিনীত এই ছবিটি আদতে কমেডি ঘরানার ছবি। এখানে এই তিন অভিনেত্রীকে দেখা যাবে বিমানসেবিকা হিসেবে। আর তাঁরা যে সংস্থার বিমানসেবিকা সেই সংস্থার কর্ণধার হলেন শাশ্বত চট্টোপাধ্যায়। হ্যাঁ, বাংলার জনপ্রিয় অভিনেতা। তাঁর বিমানে করে কিনা পাচার করা হয় সোনার বিস্কুট। এই কথা জানতে পারার পর কী ঘটে, করিনা, কৃতি এবং টাবু কোন বিপদে জড়িয়ে পড়েন সেটাই উঠে আসবে এই ছবিতে।
অন্যান্য ভূমিকায় দেখা যাবে কপিল শর্মা, দিলজিৎ দোসাঁঝ, প্রমুখ। একই সঙ্গে জানা যাবে তাঁরা এই সংস্থার বিমানে কাজ করতেন সেটা দেউলিয়া হয়ে গিয়েছে। কিন্তু সেখান দিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য সেই কোম্পানি কী কী করছে সেটাও এই ছবির একটি গুরুত্বপূর্ণ বিষয়।
বলাই বাহুল্য এই ট্রেলার দেখে হাসি পেতে বাধ্য। তিন অভিনেত্রীর একেবারে অজানা রূপ এই ছবিতে উঠে আসবে। একই সঙ্গে তাঁদের বন্ধুত্ব এবং রসায়ন নজর কেড়েছে সবার।
ক্রু ছবির একাধিক গান সহ টিজার আগেই প্রকাশ্যে এসেছে। এবার ট্রেলার নজর কাড়ল।
আরও পড়ুন: ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে লোকসভার প্রচার শুরু 'দিদি নম্বর ওয়ান' রচনার, একইদিনে সিঙ্গুরে লকেট
ক্রু ছবির প্রসঙ্গে
ক্রু ছবিটি আগামী ২৯ মার্চ মুক্তি পাবে। এই ছবিটির পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। ছবিটির প্রযোজনা করেছেন অনিল কাপুর, একতা কাপুর, রিয়া কাপুর এবং শোভা কাপুর। এই ছবিতে গুরত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে করিনা কাপুর, কৃতি শ্যানন, টাবু, দিলজিৎ দোসাঁঝ, শাশ্বত চট্টোপাধ্যায়, প্রমুখকে।