বাংলা নিউজ > বায়োস্কোপ > 'দাদু হওয়ার বয়সে এখনও...' গঙ্গাবক্ষে রোম্যান্টিক মুডে কাঞ্চন, শ্রীময়ীর জন্য গান গেয়েই ট্রোলের মুখে বিধায়ক

'দাদু হওয়ার বয়সে এখনও...' গঙ্গাবক্ষে রোম্যান্টিক মুডে কাঞ্চন, শ্রীময়ীর জন্য গান গেয়েই ট্রোলের মুখে বিধায়ক

বিয়ের আগে গঙ্গাবক্ষে রোম্যান্টিক মুডে কাঞ্চন

Kanchan Mallick: সোশ্যাল ম্যারেজের আগে রোম্যান্টিক মুডে কাঞ্চন মল্লিক। গঙ্গাবক্ষে নাচতেই তুলোধোনা অভিনেতাকে।

এখন চারদিকে কেবলই কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে নিয়ে চর্চা। কিছুদিন আগেই তাঁরা কাগুজে বিয়ে সেরে ফেলেছেন। আগামী মাসে করবেন সোশ্যাল ম্যারেজ। তার আগে ফেসবুকে একটি রোম্যান্টিক রিল পোস্ট করতেই চরম কটাক্ষের মুখে পড়লেন অভিনেতা।

চরম কটাক্ষের মুখে কাঞ্চন মল্লিক

এদিন কাঞ্চন মল্লিক একটি রোম্যান্টিক রিল পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে হলুদ টিশার্ট এবং কালো প্যান্ট পরে নৌকায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সেখানে ওই দুলন্ত নৌকোয় তাঁকে বালিকা বধূ ছবিটির জনপ্রিয় গান বড়ে আচ্ছে লাগতে হ্যায় গানটিতে নাচতে দেখা যাচ্ছে। তাঁর সেই হবে নাচ দেখে হেসে কূলকিনারা পাচ্ছেন না অনেকেই। কেউ কেউ আবার তাঁর তৃতীয় বিয়ে নিয়ে কটাক্ষ করেছেন। কেউ আবার সন্তানের দায়িত্ব না নেওয়ার জন্য কটাক্ষ করেছেন।

আরও পড়ুন: 'মানুষের থেকে বেশি বিশ্বাসী!' কোন পোষ্যকে বাড়িতে আনায় সৃজিতের ওপর খচে বন্ধুরা?

আরও পড়ুন: নায়কের খোলস ছেড়ে বেরোতে পারেননি বলেই ফিরিয়েছেন খাদানের অফার! বনি বললেন, ‘আমি আসলে...’

কে কী বলছেন?

এক ব্যক্তি এদিন লেখেন, 'চরিত্রহীন বাবা, চালিয়ে যান।' দ্বিতীয় জন লেখেন, 'নিজের সন্তানের কথা একবারও ভাবলেন না। জঘন্য রুচি।' তৃতীয় জনের মতে, 'আর কয়টি বিয়ে হবে আপনার? কোথায় গিয়ে থামবে আপনার ছাড়া ধরার যাত্রা পথ জননেতা?' কেউ আবার লেখেন, 'আপনাকে দেখলেই অসহ্য লাগছে এখন।'

আরেকজন এদিন তাঁর পোস্টে লেখেন, 'দাদা পরকীয়ার ব্যাপারে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কেমন? আর মোটামুটি কয়টা বিয়ের পরিকল্পনা আছে আপনার?' কেউ আবার কটাক্ষ করে লেখেন, 'দাদু হওয়ার বয়সে উনি এখন বিয়ে করছেন, বাজে মানুষ। ভীষন স্বার্থপর। প্রেমিকার জন্য নিজের ছেলেকে দূরে সরিয়ে দিয়েছেন।'

আরও পড়ুন: অভিনেত্রী নয়, ভারতীয় সেনায় যোগ দিতে চেয়েছিলেন জয়া! সুযোগ না পেয়ে 'রাগি আন্টি' বললেন, 'ওখানে মেয়েদের খালি...'

আরও পড়ুন: 'আমি বুঝিনি আমি মূর্খ', শ্রীময়ীকে বিয়ের আগেই এমন আত্মোপলব্ধি কেন কাঞ্চনের?

কাঞ্চন এবং শ্রীময়ীর প্রসঙ্গে

দীর্ঘদিন ধরেই শ্রীময়ীর সঙ্গে চুটিয়ে প্রেম করে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঞ্চন মল্লিক। গত ১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দেন অভিনেতা তারপরই ভালোবাসার দিন কাগুজে বিয়ে করেন শ্রীময়ীর সঙ্গে। আগামী ৬ মার্চ তাঁরা সোশ্যাল ম্যারেজ করবেন। বর্তমানে তাঁদের সেই বিয়ে নিয়ে এখন তোড়জোড় চলছে। জানা গিয়েছে তাঁদের বিয়েতে সম্পূর্ণ বাঙালি ভুরিভোজের আয়োজন করা হবে। থাকবে পোলাও, মাটন, ইত্যাদি।

বায়োস্কোপ খবর

Latest News

দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন DC দলের সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্ত প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায় ‘‌এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’‌, জহর সরকারকে নিয়ে রায় দিলেন সৌগত হিরো আলমকে আদালতেই গণধোলাই, কান ধরে ওঠবস! বিএনপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ গায়কের কলেজিয়ামের সিদ্ধান্তকে খারিজ করল সুপ্রিম কোর্ট, এই প্রথম এমন নজির 'শুধু অভয়ার জন্য নয়, এই প্রতিবাদ হচ্ছে মমতাদের বিরুদ্ধে, ভুল না শোধরালে…' বিকেলে নয় বরং সকালে করুন শরীরচর্চা, পাবেন ৫টি অবিশ্বাস্য ফলাফল 'গন্ডারের থেকেও মোটা চামড়া, কোনও প্রতিবাদ এই সরকারকে স্পর্শ করে না' ভারতের কোন মাঠের দর্শকরা সবথেকে বেশি নিরপেক্ষ! কী বললেন প্রোটিয়া স্পিনার শামসি কথা হয়েছে ফোনে, ইউনুস- মোদীর মুখোমুখি আলোচনা কবে? কী ভাবছে ভারত- বাংলাদেশ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.