সৃজিত মুখোপাধ্যায় এদিন একটি রহস্যজনক পোস্ট করেন। সেখান থেকে এটুকু স্পষ্ট হয় যে তাঁর বাড়ির একজন সদস্য বাড়ল। কিন্তু এই নতুন সদস্যটি কে? কোনও পোষ্য? নাকি অন্য কোনও ব্যাপার?
সৃজিতের বাড়িতে কে এল?
এদিন সৃজিত মুখোপাধ্যায় একটি পোস্ট করে লেখেন, 'বাড়িতে তোমায় স্বাগত উলুপি। আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল।' তাঁর এই পোস্ট দেখেই সন্দেহ দানা বেঁধেছে অনেকের মনে। তবে কি সৃজিত মুখোপাধ্যায় বাবা হলেন? তাঁর এবং মিথিলার সংসারে নতুন সদস্য এল? না না, বিষয়টা একেবারেই তেমন নয়। আসলে সৃজিত মুখোপাধ্যায় নতুন পোষ্য আনলেন বাড়িতে, তারই নাম রেখেছেন উলুপি। কিন্তু সেই পোষ্যটি কী? সেটা পোস্টে না লিখলেও কমেন্ট বক্সে চোখ রাখতেই বোঝা গেল। আস্ত একটি বল পাইথনকে পোষ্য বানিয়েছেন তিনি। আর তার জন্য তাঁর কিছু বন্ধুরা বেজায় চটেছেন অতি উত্তমের পরিচালকের উপর।
আরও পড়ুন: দক্ষ হাতে রুটি বেলে তাক লাগালেন মমতা, বাদ গেলেন না সৌরভের বউ ডোনাও, কিন্তু জিতলেন কে?
আরও পড়ুন: এবার রাজনীতিতে ঋতুপর্ণা? জল্পনা উসকে বন্ধু ফিরদৌস বললেন, 'আমরা একসঙ্গে দুই দেশের...'
কে কী বলছেন?
অনেকেই বিষয়টা জেনে বা না জেনেই শুভেচ্ছা জানিয়েছেন পরিচালককে। কেউ কেউ আবার নতুন পোষ্যের ছবি চেয়েছেন। তাতে অতি উত্তমের পরিচালক লেখেন, 'বাচ্চাদের ছবি দেওয়া ঠিক নয়। আরও একটু বড় হোক।' শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখেন, 'আর তোর বাড়ি যাব না।' উত্তরে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, 'বল পাইথনের মতো শান্ত জীব খুব কম হয়। আর মানুষের থেকে অনেক বেশি বিশ্বাসযোগ্য, শান্তও।' কেউ আবার এই পোস্টে লেখেন, 'অবশেষে তাহলে আপনার সাপ-মোচন হল!'
আরও পড়ুন: নায়কের খোলস ছেড়ে বেরোতে পারেননি বলেই ফিরিয়েছেন খাদানের অফার! বনি বললেন, 'আমি আসলে...'
ভারতীয়রা বল পাইথনকে পোষ্য বানাতে পারেন?
ভারতে যে ধরনের সাপ পাওয়া যায় সেগুলোকে পোষ্য হিসেবে রাখা যায় না। তবে বিদেশেই কেবল পাওয়া যায় এমন সাপ পোষ্য হিসেবে রাখা যেতে পারে। ভারতে মূলত আমেরিকান কর্ন এবং বল পাইথনকে পোষ্য হিসেবে রেখে থাকেন অনেকে।
সৃজিতের আগামী প্রজেক্ট
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত অতি উত্তম আগামী বাইশে মার্চ মুক্তি পাবে। অভিনয়ে আছেন অনিন্দ্য সেনগুপ্ত এবং রোশনি ভট্টাচার্য। উত্তম কুমারের ভক্ত এবং মৃত অভিনেতাকে প্ল্যানচেট করে ডেকে আনার পর কী কী হয় সেটা নিয়ে এই ছবি। অন্যদিকে কিছুদিন আগেই টেক্কা ছবির কাজ শেষ করেছেন সৃজিত। বর্তমানে তিনি ভূস্বর্গ কাশ্মীর নিয়ে কাজ করেছেন।