শুধু করণ জোহর কিংবা হৃত্বিক রোশন নন, বলিউডে বহু অভিনেতা, পরিচালকদের সঙ্গেই কঙ্গনার সম্পর্ক বেশ তিক্ত। বি-টাউনের কোনও পার্টিতে আজকাল বিশেষ ডাক পান না ‘কুইন’। যদিও কঙ্গনার কেরিয়ারে শুরুর দিকে এমনটা ছিল না। প্রথমদিকে বলিপাড়ার অনেকের সঙ্গে হৃদ্যতা ছিল কঙ্গনার। 'মিস্টার পারফেকশনিস্ট' আমিরকে নাকি ‘বেস্ট ফ্রেন্ড’ বলেও মনে করতেন অভিনেত্রী। তবে এখন আর কোনও কিছুই আগের মতো নেই বলে সম্প্রতি খোলসা করেছেন কঙ্গনা।
মঙ্গলবার নিজের ফ্যানপেজ থেকে একটি ভিডিয়ো ইনস্টাস্টোরিজে শেয়ার করেছেন কঙ্গনা। যেটা আসলে আমির খানের 'সত্যমেব জয়তে'-র একটি পর্বের ভিডিয়ো। সেই পর্বে দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়ার সঙ্গে দেখা গিয়েছিল কঙ্গনাকে। তিনি বলেছিলেন,আইটেম নম্বরে একজন অল্পবয়সী মেয়েকে নাচতে দেখে তিনি সচেতনভাবে বলিউডের আইটেম গানে 'না' বলেছিলেন। ফ্যানপেজে উঠে আসা ভিডিয়োটি শেয়ার করে ঠিক কী কারণে আমিরের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়ে যায় তা লিখেছেন কঙ্গনা।
আরও পড়ুন-আরও পড়ুন-আমার জীবন বা কেরিয়ারে কোনও 'গডফাদার' পাইনি, 'গডমাদার' পেয়েছি: প্রসেনজিৎ
কঙ্গনা লিখেছেন, ‘আমারও কখনও কখনও সেই সব দিনের কথা খুব মনে পড়ে যখন আমির স্যার আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন, জানি না, সেইসব দিন কোথায় গেল!’ নেটপাড়ার অনেকের প্রশ্ন কঙ্গনা কি তবে পুরনো দিন নিয়ে আক্ষেপ করছেন? কঙ্গনা আরও লিখেছেন, ‘একসময় উনি(আমির খান) আমার প্রশংসা করতেন, আমায় পরামর্শ দিতেন, আমার পছন্দের প্রশংসা করতেন, তবে সবই ছিল হৃত্বিক আমাার বিরুদ্ধে মামলা করার আগে। তাঁরা তাঁদের আনুগত্য স্পষ্ট করেছিল, একপ্রকার গোটা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে একটা মেয়ে লড়েছিল।’
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে হৃত্বিককে 'মূর্খ প্রাক্তন' বলে আক্রমণ করেছিলেন কঙ্গনা, এরপরই কঙ্গনাকে আইনি চিঠি পাঠান হৃত্বিক, পাল্টা কঙ্গনাও হৃত্বিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। ২০২০ সালে, যখন হৃতিক রোশনের বিরুদ্ধে কঙ্গনার এফআইআর সাইবার সেল থেকে ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটে স্থানান্তরিত করা হয়। প্রসঙ্গত কাজের ক্ষেত্রে কঙ্গনাকে 'ইমার্জেন্সি' ছাড়াও পি ভাসুর ‘চন্দ্রমুখী ২’-এ দেখা যাবে, যেখানে তিনি নৃত্যশিল্পী হয়ে ধরা দেবেন। এছাড়াও ‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লিজেন্ড অফ দিড্ডা’ এবং ‘দ্য ইনকার্নেশন: সীতা’-তেও দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে।