আরব সাগর পাড়ে এখন চলছে বাপ্পা বন্দনা। তারকা থেকে সাধারণ মানুষ, মুম্বই মেয়ে উঠেছে গণেশ পুজোয়। মঙ্গলবার প্রায় গোটা বলিউড ভিড় জমিয়েছিল আম্বানিদের বাড়িতে। আর বুধবার গণেশ পুজো উপলক্ষে বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন বলি-তারকা কার্তিক আরিয়ান। নিমন্ত্রিতের তালিকায় নাম ছিল সারা আলি খান, মণীশ মালহোত্রা, কবির খান ও তাঁর স্ত্রী মিনি মাথুর, রাশা থাদানি, ম্রুনাল ঠাকুর, একতা কাপুর, জ্যাকি ভগনানি-সহ আরও কিছু তারকার।
এদিন সারা আলি খানকে পাওয়া গেল গোলাপি রঙের সালোয়ার স্যুটে। হাতে ম্যাচিং চুড়ি। কানে বড় দুল। চোখ টানে সারা আলি খানের হাতে থাকা গণেশের ছবি আঁকা ব্যাগটিও। মণীশ পরেছিলেন মিডনাইট ব্লু কুর্তা, কালো নেহেরু জ্যাকেট। দুজনে একসঙ্গেই প্রবেশ করেন কার্তিকের বাড়িতে। রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানিও গণপতি বাপ্পার মূর্তির সামনে কার্তিক, সারা এবং মনীশের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে নিয়েছেন। আরও পড়ুন: পিছনে ফেলল বাহুবলী ২-কে! শাহরুখের ‘জওয়ান’ ঘোড়া থামবে না সহজে, ১৪ দিনের আয় কত?
এদিন কার্তিক আরিয়ানকে পাওয়া গেল হলুদ রঙের কুর্তায়, সঙ্গে সাদা চুড়ি পা। গণেশের সামনে থেকে একটি ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখলেন, ‘আমার ভাগ্য খুব ভালো… বাপ্পা আমার বাড়িতে এল…’ আরও পড়ুন: ‘যে পুরুষের প্রেমে পড়েছিলাম, সে এখন আমার পারিবারিক বন্ধু’, ভালোবাসা নিয়ে অকপট করণ
কবীর খান ও মিনি মাথুরও নজর কাড়েন কার্তিক আরিয়ানের বাড়ির গণেশ পুজোতে। কবীর পরেছিলেন একটি মেরুন রঙের পঞ্জাবি। আর মিনি পরেন হলুদ আর বেগুনির কম্বিনেশনে নেটের শাড়ি। হাতে ম্যাচিং বটুয়া ব্যাগ।
তবে কার্তিক আরিয়ানের বাড়িতে সারা আলি খানের যাওয়ার ভিডিয়ো দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ। একসময় বেশ কয়েকমাস চুটিয়ে প্রেম করেছেন তাঁরা। লাভ আজ কাল ছবির সময় মন দিয়েছিলেন একে-অপরকে। তবে ছবি মুক্তি পাওয়ার আগেই ব্রেকআপ হয়ে যায়। কিছুদিন আগে করণ জোহর নিজের শো ‘কফি উইথ করণ’-এ সেই গুঞ্জনে শিলমোহরও দিয়েছেন।
তবে সারা পর্বের পর কার্তিক সিঙ্গেল। সেভাবে কারও সঙ্গেই আর তাঁর নাম জড়ায়নি। অভিনেতা জানিয়েছেন আপাতত কাজেই ফোকাস করতে চাইছেন তিনি। বিজয় দেবেরকোন্ডা থেকে ক্রিকেটার শুভমন গিল, সারার নাম জড়িয়েছে অনেকের সঙ্গেই। তবে স্টেডি রিলেশনে নেই তিনিও। পুরনো প্রেমিকদের মধ্যে জোড়া লাগছে না তো?