লাভ রঞ্জনের প্যায়ার কা পাঞ্চনামা ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন কার্তিক আরিয়ান। ২০১১ এর পর দেখতে দেখতে আজ ১৩ বছর কেটে গিয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তাঁর ভক্তরা। এদিন তেমনই এক ভক্ত চান্দু চ্যাম্পিয়নের সঙ্গে দেখা করতে ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুম্বই এলেন। তাও কিসে? সাইকেলে। ভক্তের এই কাণ্ড দেখে কী বললেন কার্তিক?
কার্তিক আরিয়ানের সঙ্গে সাইকেল চালিয়ে এলেন ভক্ত
শনিবার কার্তিক আরিয়ানের বাড়ির সামনে এসে পৌঁছন তাঁর সেই ভক্ত। তিনি গত ৯ দিন ধরে সাইকেল চালিয়ে ঝাঁসি থেকে ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুম্বই এসে পৌঁছেছেন কেবল কার্তিকের সঙ্গে দেখা করবেন বলে। শনিবার, ১০ ফেব্রুয়ারি অভিনেতাকে বাড়ি থেকে বেরিয়ে এসে সেই ভক্তের সঙ্গে দেখা করতে দেখা যায়। অভিনেতাকে দেখেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন সেই ব্যক্তি।
আরও পড়ুন: 'মায়ের যেমন শরীর খারাপ হলে...' ঠান্ডা লেগে কাহিল রচনা, অসুস্থ সঞ্চালিকাকে দেখে কী বললেন সুপর্বা?
কার্তিক আরিয়ানকে এরপর দেখ যায় তাঁর সেই ভক্ত হল খাবেন কিনা সেটা জিজ্ঞেস করতে। তিনি এদিন একই সঙ্গে জিজ্ঞেস করেন 'ঝাঁসি থেকে কিসে করে এলে? সাইকেলে করে?' উত্তরে সেই ব্যক্তি জানান তাঁর সাইকেল আছে, সেটা করেই তিনি তাঁর গ্রাম থেকে এই শহরে এসেছেন ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে। তিনি সেটা শুনে এতটাই মুগ্ধ হয়ে যান যে তাঁর সঙ্গে হ্যান্ডশেক করেন।
তারপর তাঁদের একসঙ্গে ছবি তুলতেও দেখা যায়। তাঁদের এই সুন্দর মুহূর্তটিকে ফ্রেমবন্দি করেন অভিনেতার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাৎজিরা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো।
আরও পড়ুন: '৩৪ বছর কেটে গিয়েছে, মনে হচ্ছে...' প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে গৌরীকে কী উপহার দিয়েছিলেন শাহরুখ?
আরও পড়ুন: মিঠুনকে দেখতে হাসপাতালে দেব, কাবুলিওয়ালার স্বাস্থ্য নিয়ে বললেন, 'চিন্তার কিছু নেই, উনি....'
কে কী বলছেন?
অনেকেই প্রশংসা করেছেন চান্দু চ্যাম্পিয়নের। এক ব্যক্তি তারিফ করে লেখেন, 'কী বিনয়ী আর ভালো মানুষ উনি।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, '৯ দিন একটানা সাইকেলে! ভাবাই যায় না।'
কার্তিক আরিয়ানের আগামী প্রজেক্ট
কার্তিক আরিয়ানকে আগামীতে চান্দু চ্যাম্পিয়ন ছবিতে দেখা যাবে। কবীর খান পরিচালিত এই ছবিটি ১৪ জুন মুক্তি পাবে এই বছরই। এছাড়া আশিকি ৩ ছবিতেও দেখা যাবে তাঁকে। কার্তিক আরিয়ানকে শেষবার সত্যপ্রেম কী কথা ছবিতে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে ছিলেন কিয়ারা আডবানি।