আর মাত্র দিনকয়েক বাকি। মে মাসেই চার হাত এক হবে আদৃত রায় আর কৌশাম্বি চক্রবর্তীর। দুজনের বিয়ে নিয়ে আপাতত উন্মাদনা তুঙ্গে। হবে নাই বা কেন, এই সম্পর্ক নিয়ে তো কম ট্রোল হয়নি। সৌমিতৃষা কুণ্ডুর ভক্তরা সেই সময় হাত ধুয়ে পড়েছিলেন আদৃত-প্রিয়ার। মাঝে একটু ঠান্ডা হয়েছিল পরিস্থিতি। তবে বিয়ের খবর উঠতেই ফের মাথাচাড়া দিয়েছে বিতর্ক। অবশ্য এসব নেগেটিভিটিকে জীবনে আসতে দিতে নারাজ হবু দম্পতি। ভালোবাসার মানুষের জন্য বিশেষ বার্তাও দিয়ে দিলেন কৌশাম্বি।
মিঠাই ধারাবাহিকে কাজ করার সময় থেকে প্রেমের শুরুয়াত। ধারাবাহিকে দিদি আর ভাইয়ের চরিত্রে ছিলেন আদৃত-কৌশাম্বি। অন্য দিকে, ধারাবাহিকে আদৃতের নায়িকা ছিলেন সৌমিতৃষা। এতটাই জনপ্রিয় হয়েছিল রিল লাইফের জুটি যে, রিয়েল লাইফে আদৃত যে অন্য কারোর প্রেমে পড়তে পারেন তা মানতে পারেনি একাংশ। সৌমিতৃষার ভক্তরা অনলাইনে হেনস্থা করা শুরু করে দেয় কৌশাম্বিকে। বাদ যায় না অভিনেত্রীর বাবা। মেয়ের ট্রোলারদের হাতে অপমানিত হন তিনিও একাধিকবার।
আরও পড়ুন: ‘মনে হয় সব ছেড়ে বাবার কাছে চলে যাই’, লিখলেন ইরফান-পুত্র বাবিল! সব ঠিক আছে তো?
বিয়ের আগে ভালোবাসার ইস্তেহার করলেন কৌশাম্বি প্রকাশ্যে। একেবারে সাদামাটা লুক। তবে এক গাল হাসিটাই বলছে, আনন্দ-ভালোবাসায় মুড়ে আছেন হবু বউ। নীল রঙের ক্রপ টপ গায়ে। সঙ্গে সাদা ট্র্যাক প্যান্ট। ক্যাপশনে লেখা, ‘ইউ ম্যাটার’। অর্থাৎ, যেখানে যা হয়ে যাক এখন আদৃতই তাঁর কাছে সবচেয়ে দামি। ছবির থেকেও ক্যাপশন মন কাড়ল বেশি।
আরও পড়ুন: গর্ভে সন্তান নিয়ে বিয়ে, তারপরই ডিভোর্স হয় কঙ্কনার! নতুন প্রেমে অপর্ণা সেনের মেয়ে
তবে এসব নেতিবাচকতা অবশ্য ছাপ ফেলতে পারেনি আদৃত-কৌশাম্বির ভালোবাসায়। বিয়ের পিঁড়িতে বসতে চলছেন ‘উচ্ছেবাবু’। ৯ মে অর্থাৎ ২৭ বৈশাখ বিয়ে আদৃত-সৌমিতৃষার। রামরাজাতলার এক ব্যাঙ্কোয়েটে বসছে বিবাহ বাসর। ১১ তারিখ রিসেপশন উত্তর কলকাতায়। এর মধ্যে দুই বাড়ির বিয়ের কার্ডও সামনে এসেছে। লালের উপর একটি কার্ড বেছেছেন কনে। আর বরের পছন্দ তো বরাবরই হটকে। একদম ট্রান্সপারেন্ট বেসে লেখা হয়েছে আমন্ত্রণপত্র। সঙ্গে আবার রুপোর গণেশ।
আরও পড়ুন: সৌরভের বায়োপিক কি আরও পিছলো, করণ জোহরের স্পাই হতে গিয়ে আয়ুষ্মান ভুলছেন মহারাজকে
কৌশাম্বি খোলসা করেছেন, বিয়ের দিন লাল বেনারসি আর সাবেকি সোনার গয়নায় সাজবেন তিনি। আদৃত পরবেন ধুতি আর পঞ্জাবি। মেনুতে থাকবে ফিশ ফ্রাই থেকে বিরিয়ানির মতো জিভে জল আনা পদ। অবাঙালি খাবারও থাকবে। এদিকে বরের আবার শখ, নিজের থার গাড়িটি করেই যাবেন বিয়ে করতে। মিঠাই টিমের পরিকল্পনা, বরের গাড়ির সামনে খুব নাচবেন সকলে। তবে আদৌ সেই ভিড়ে, সামিল হবেন কি সৌমিতৃষা?