আপাতত বিয়ে করে ঘোর সংসারি স্মিতা, গত বছর মাও হয়েছে... more
আপাতত বিয়ে করে ঘোর সংসারি স্মিতা, গত বছর মাও হয়েছেন তিনি। জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। আদরের বোনপোকে নিয়ে ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকেও।
1/9নাম স্মিতা চট্টোপাধ্যায়, হঠাৎ করে দেখে শ্রাবন্তীর মতো লাগছে তো? সেটাই স্বাভাবিক, কারণ ইনি যে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নিজের দিদি।
2/9সৌন্দর্যে শ্রাবন্তীর থেকেও কিছু কম যান না স্মিতা। নেটপাড়াতেও স্মিতার ফ্যান, ফলোয়ার্সের সংখ্যাটা নেহাত কম নয়।
3/9আপাতত বিয়ে করে ঘোর সংসারি স্মিতা, গত বছর মাও হয়েছেন তিনি। জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। আদরের বোনপোকে নিয়ে ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকেও।
4/9হয়ত অনেকেই জানেন না, শ্রাবন্তীর মতো তাঁর দিদি স্মিতা চট্টোপাধ্যায়ও অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন, যদিও বোনের মতো সাফল্যের মুখ দেখেননি তিনি।
5/9'শপথ', ‘পরবাস’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন স্মৃিতা চট্টোপাধ্যায়, 'মৌচাক' নামে ধারাবাহিকেও অভিনয় করেন স্মিতা।
6/9যদিও জীবনের সমস্ত ওঠাপড়ায় বোন শ্রাবন্তীকে পাশে পেয়েছেন স্মিতা। দুই বোনের সম্পর্ক বেশ গভীর বলেই জানা যায়।
7/9২০১৬ সালে সহকর্মী সুজয় ঘোষকে বিয়ে করে সংসারী হয়েছেন স্মিতা চট্টোপাধ্যায়
8/9স্মিতা চট্টোপাধ্যায়ের স্বামী অর্থাৎ শ্রাবন্তীর ভগ্নীপতি সুজয় ঘোষও 'মজনু', '১০০% লাভ' সহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন।
9/9এদিকে স্মিতার পাশাপাশি সুজয়ও অভিনয় দুনিয়া থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছেন, সোশ্যাল মিডিয়াতেও তিনি বিশেষ সক্রিয় নন। আপাতত স্ত্রী, সন্তান নিয়ে সুখে সংসার করছেন তিনি।