ভরা ভাদ্রে চার হাত এক হল ভাস্বর-দেবলীনার! অতীত ভুলে নতুন জীবন শুরু করলেন টেলিপাড়ার এই দুই তারকা? রবিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড় দেবলীনা দত্ত ও ভাস্বর চট্টোপাধ্যায়ের একটি ছবিকে ঘিরে। নতুন কনের সাজে দেবলীনা, পরনে হলুদ জামদানি। কপালে লাল টিপ, সিঁথি রাঙানো সিঁদুরে, সঙ্গে সোনায় গয়না। ম্যাচিং পাঞ্জাবিতে ঝলমলে ভাস্বর। দেবলীনাকে জাপটে রয়েছেন অভিনেতা। ছবির ক্যাপশনেও রহস্য বিদ্যমান। অভিনেতা লেখেন-‘ডান অ্যান্ড ডাস্টেড’, অর্থাৎ ‘এ বার সব কিছু সেরে ফেললাম।’ প্রশ্ন উঠেছিল তবে কি প্রাক্তন সম্পর্কের পাঠ চুকিয়ে নতুন শুরু দুজনে মিলে? আরও পড়ুন-‘মিটে গেল..’, বউ সাজে দেবলীনা, তাঁকে জড়িয়ে রয়েছেন ভাস্বর! অতীত ভুলে নতুন শুরু?
অবশেষে মুখ খুললেন ভাস্বর। দু-বার বিয়ে ভাঙার পর কি তিন নম্বর বার ফের ছাদনা তলায়? হাসিমুখে অভিনেতা জানিয়েছেন তিনি দেবলীনাকে বিয়ে করেছেন ঠিকই, তবে সেটা রিলে! আজকালকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন- ‘সৈকত দাসের আগামী ছোট ছবির নায়ক-নায়িকা আমরা। এর আগে একই পরিচালকের আরও একটি ছোট ছবি ক্যানভাস-এ অভিনয় করেছিলাম। সেখানেও আমার বিপরীতে দেবলীনা ছিল। ছবিটি আন্তর্জাতিক মঞ্চ থেকে একাধিক পুরস্কার জিতেছে।’
রবিবার সেই শর্টফিল্মেরই ফুলশয্যার সিকুয়েন্সের শ্যুটিং সেরেছেন ভাস্বর-দেবলীনা। শটের ফাঁকের একটি রোম্যান্টিক মুহূর্ত দুজনে শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়, অনুরাগীদের সঙ্গে খুনসুটি করতেই এই পোস্ট। মজার ঘটনাও ঘটেছে সেটে। ভাস্বর জানিয়েছেন, পর্দার নতুন বৌকে আলিঙ্গনে বাঁধতেই দেবলীনার ঝুমকো আটকে যায় তাঁর তসরের পাঞ্জাবিতে। লজ্জায় লাল দু’জনেই! এই ছবির কাহিনিকার ঋতুপর্ণা সেনগুপ্তর মামি শ্যামশ্রী রায়চৌধুরী। আদ্যোপান্ত প্রেমের গল্প হতে চলেছে এই ছবি।
প্রসঙ্গত, উত্তম কুমারের নাতনি নবমিতার সঙ্গে সাত পাক ঘুরেছিলেন ভাস্বর। সেটা ছিল অভিনেতার দ্বিতীয় বিয়ে, সেটাও টেকেনি। ২০২০ সালে আইনত আলাদা হয় দুজনের পথ, ছাদ আলাদা হয়েছিল আগেই। অন্যদিকে তথাগত-দেবলীনার বিচ্ছেদ নিয়ে গত কয়েক মাসে কম আলোচনা হয়নি।