বাংলা নিউজ > বায়োস্কোপ > Adipurush-Kriti Sanon: বেইজ রঙা শাড়ি, মাথা থেকে জড়ানো গেরুয়া ওড়না, চোখে জল! জানকী সীতার বেশে কৃতি

Adipurush-Kriti Sanon: বেইজ রঙা শাড়ি, মাথা থেকে জড়ানো গেরুয়া ওড়না, চোখে জল! জানকী সীতার বেশে কৃতি

জানকী সীতার বেশে কৃতি

মোশন পোস্টারের শুরুতেই দেখা গিয়েছে 'রাম' প্রভাসকে। তারপরই চোখে জল নিয়ে জানকীর বেশে ধরা দেন কৃতি। হিন্দুপুরাণ ‘রামায়ণ’-এর গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই ছবি। মোশন পোস্টারের ক্যাপশানে কৃতি লিখেছেন, ‘সীতা রাম চরিত অতি পাবন'। ছবির আরও একটি পোস্টার শেয়ার করে কৃতি লিখেছেন, ‘অমর হ্যায় রাম, জয় শিয়া রাম’।

পরনে বেইজ রঙের শাড়ি। মাথা থেকে জড়ানো গেরুয়া রঙের দোপাট্টা, সিঁথিতে সিঁদুর,কপালে টিপ, আর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। সীতা নবমীর দিন এভাবেই জানকীর বেশে ধরা দিলেন কৃতি শ্যানন। সামনে এসেছে 'আদি পুরুষ'-এর নতুন পোস্টার।

ওম রাউত পরিচালনায় 'আদিপুরুষ' ছবিতে জানকীর ভূমিকায় দেখা যাবে কৃতি শ্যাননকে। আর রামের বেশে ধরা দেবেন প্রভাস। শনিবার মুক্তি পাওয়া এই মোশন পোস্টারের শুরুতেই দেখা গিয়েছে 'রাম' প্রভাসকে। তারপরই চোখে জল নিয়ে জানকীর বেশে ধরা দেন কৃতি। হিন্দু পুরাণ ‘রামায়ণ’-এর গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ছবি। মোশন পোস্টার শেয়ার করে ক্যাপশানে কৃতি লিখেছেন, ‘সীতা রাম চরিত অতি পাবন'। ছবির আরও একটি পোস্টার শেয়ার করে কৃতি লিখেছেন, ‘অমর হ্যায় রাম, জয় শিয়া রাম’।

আরও পড়ুন-'ডু ইউ ওয়ানা পার্টনার' গানে ফের একবার ফিল্মফেয়ারের মঞ্চ জমিয়ে দিলেন ‘পার্টনার’ সলমন ও গোবিন্দা

আরও পড়ুন-'আমার অফিস থেকে বেরিয়ে যাও', এটাই বলতে বাকি রেখেছিলেন অক্ষয়: বিক্রমাদিত্য মোতওয়ানে

ছবির পোস্টারের নিচে কমেন্ট করেছেন নেটপাড়ার অনেকেই। কেউ লিখেছেন, ‘ব্লক বাস্টার লোডিং।’ কারোর কথায়, ‘ম্যাম আমি কী বলব জয় মাতা সীতা বা জয় মাতা কৃতি’, কারোর কথায়, ‘এখনও পর্যন্ত আপনার সেরা পোস্টার।’ এর আগে আদি পুরুষ নিয়ে বিতর্ক কিছু কম হয়নি, অবশেষে পর্দায় আসতে চলেছে এই ছবি। ১৩ জুন মুক্তি পাবে ‘আদিপুরুষ’। তবে দেশে নয়, বিদেশে। ১৩ জুন নিউইয়র্কে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যাল- ২০১৩-এ এই ছবিটির প্রিমিয়ার হবে।

আদিপুরুষ সম্পর্কে বলতে গিয়ে পরিচালক ও রাউত বলেন, ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে এর আগে পরিচালক ওম রাউত বলেছিলেন, ‘আদিপুরুষ কোনও সিনেমা নয়, এটি একটি আবেগ, একটি অনুভূতি! এটি এমন একটি গল্পের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি যা ভারতের চেতনার সঙ্গে অনুরণিত হয়। যখন আমি জানলাম, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত জুরিদের দ্বারা আদিপুরুষ নির্বাচিত হয়েছে। সেখানে আমি সবসময় একজন ছাত্র হিসেবে থাকতে চেয়েছিলাম! ট্রিবেকা ফেস্টিভ্যালে এই প্রিমিয়ারটি আমার জন্য এবং পুরো টিমের জন্য সত্যিই অবিশ্বাস্য। কারণ আমরা এখানে এমন একটি গল্প প্রদর্শন করতে চলেছি, যা বিশ্বের দরবারে আমাদের সংস্কৃতিতে তুলে ধরবে! ওয়ার্ল্ড প্রিমিয়ারে দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য আমরা সত্যিই রোমাঞ্চিত এবং উত্তেজিত।’ প্রসঙ্গত, আদিপুরুষে রয়েছেন প্রভাস, কৃতি শ্যানন, সইফ আলি খান, অভিষেক বচ্চন, সানি সিং সহ অন্যান্য তারকারা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন