ভ্যালেন্টাইন্স ডে আসতে আর মাত্র কয়েকদিন। আর ভালোবাসার এই বিশেষ দিনটিতেই আসতে চলেছে করণ লাভ স্টোরিয়া। তার ঠিক আগেই, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি মুক্তি পেল এই ছবির ট্রেলার। এখানে দেখা যাবে ছয়টি লাভ স্টোরি যেখানে সমস্ত খারাপ, বিপদকে উপেক্ষা করে কী করে ভালোবেসে একসঙ্গে থাকা যায় সেটাই দেখানো হয়েছে। রোম্যান্টিসিজমে ভরপুর এই ছবির ট্রেলার। আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি, এটা দেখা যাবে আমাজন প্রাইম ভিডিয়োতে।
আরও পড়ুন: 'ভারতের প্রতিনিধিত্ব করে আমি গর্বিত',গ্র্যামি জিতে উচ্ছ্বসিত শঙ্কর মহাদেবন, পুরস্কার উৎসর্গ করলেন কাকে
লাভ স্টোরিয়া ছবির ট্রেলার
এই ট্রেলারের একদম শুরুতে দেখা যাচ্ছে করণ জোহর এই ছবির গল্পের সঙ্গে আমাদের আলাপ করিয়ে বলছেন, 'ভালোবাসা একটা স্ক্রিপ্টের থেকে অনেক বেশি বড়। এটা জীবনের হার্টবিট। সত্যিকারের ভালোবাসা কী সেটা আসল এই গল্পগুলোর মাধ্যমে জেনে নিন। বয়সের ফারাক থেকে ডিভোর্স, যৌনতা, লিঙ্গ, জাতপাত এমনকি দুই দেশে বসবাসকারী দুইজন মানুষের মধ্যে গড়ে ওঠা ভালোবাসার ছয় রকম গল্প দেখানো হবে।' পরিশেষে তাঁকে বলতে শোনা যায়, 'সংঘাত ছাড়া ভালোবাসার গল্প হয় নাকি!'
আরও পড়ুন: জওয়ানের পর দুর্ধর্ষ অ্যাকশনে ভরা ‘বেবি জন’ আনছেন অ্যাটলি, প্রকাশ্যে বরুণের ছবির ঝলক
এদিন এই ছবির ট্রেলার করণ জোহর নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, 'ভালোবাসা থাকলে আর কিছুই ম্যাটার করে না। আর সেই কথা মনে করিয়ে দেওয়ার জন্য সত্যিকারের গল্প থাকলে তো আর কিছুই লাগে না। একসঙ্গে ছয়টি প্রেমের গল্প ভালোবাসার ম্যাজিক এবং শক্তির কথা বোঝাবে।'
লাভ স্টোরিয়া ছবিটির প্রসঙ্গে
এই ছবিটির প্রযোজনা করেছে ধর্মাটিক এন্টারটেইনমেন্ট। গোটা সিরিজের ভাবনা সোমেন মিশ্রর। করণ জহির, অপূর্ব মেহেতা এবং সোমেন মিশ্র মিলে এই ছবির প্রযোজনা করেছেন। এই সিরিজে ইন্ডিয়া লাভ প্রজেক্টে দেখানো গল্পগুলোকে দেখানো হবে। এটি একটি আদতে সোশ্যাল মিডিয়ার উদ্যোগ ছিল যা নিয়েছিলেন প্রাক্তন সাংবাদিক প্রিয় রমণী, নিলোফার ভেঙ্কাটরমন, প্রমুখ।