তাঁর দীর্ঘ ফিল্মি কেরিয়ারে কম বিতর্ক নেই। তবে আপতত অবসর জীবন উপভোগ করছেন মহেশ ভাট। এখন তাঁর জীবনের 'এক টুকরো স্বর্গ' নাতনি রাহা। সবে এক বছর পূর্ণ করেছে আলিয়া কন্যা। প্রথম জন্মদিনের পরপরই মেয়ের মুখ দেখান রণবীর-আলিয়া। কাপুর খানদানের ক্রিসমাস লাঞ্চে পৌঁছে সকলকে অবাক করে রাহাকে পাপারাৎজিদের সামনে আনেন রণবীর। এই ঘটনায় শুধু রণবীর-আলিয়ার ভক্তরাই নন, অবাক মহেশ ভাটও। আরও পড়ুন-ক্রিসমাসে মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া, বাবা না মা— কার মতো দেখতে রাহাকে?
এক সাক্ষাৎকারে ‘সড়ক’ পরিচালক জানান, বর্তমানে পরিবারের প্রাণকেন্দ্র রাহা। পরিবারের নতুন তারকা। মহেশ জুমকে জানান,'যখন আপনি সেখানে থাকবেন, দেখবেন রাহার সামনে সকলে ম্লান'। নাতনিতে মুগ্ধ মহেশ বলেন, ‘আমি নিজেও চমকে গিয়েছিলাম যখন রণবীর-আলিয়া রাহার সঙ্গে পোজ দিল। ওদের নিশ্চয় সঠিক সময় বলে মনে হয়েছে। ওর এক বছর বয়স, বৃহত্তর পৃথিবীর সঙ্গে পরিচয় সাড়ার সময় এসেছে। সকলেই খুব উৎসুক ছিল, যে রালিয়ার সন্তানকে কেমন দেখতে, বলতেই হচ্ছে খুব সুন্দরভাবে ওরা রাহাকে জগতের সামনে এনেছে। মিডিয়ায় শান্ত আচরণ করেছে ওই সময়’।
গত ২৫শে ডিসেম্বর বাবার কোলে চড়ে, সাদা-গোলাপি ফ্রকে মিডিয়ার মুখোমুখি হয় রাহা। মেয়েকে গাড়িতে বার করে আনার আগে রণবীর পাপারাৎজিদের বলেন, 'মেয়েকে নিয়ে আসছি, সকলে একটু শান্ত থাকবেন'। পাপারাৎজি অ্যাঙ্কেলদের চিৎকারে রাহা ভয় পাক, চাননি রণবীর। এতদিন রণবীর-আলিয়ার বারণ শুনে রাহার ছবি কখনও প্রকাশ্যে আনেননি চিত্র সাংবাদিকরা, এর জন্য মিডিয়া কর্মীদের প্রশংসা করেন মহেশ ভাট।
সামনে দাঁড় করানো মিডিয়ার ক্যামেরার সামনে ওইদিন ভীষণ সপ্রতিভ দেখিয়েছে। ছোট্ট রাহা হাসিমুখে পোজ দিয়েছে বাবা-মা'র মধ্যমণি হয়ে। যা দেখে অনেকের মতোই অবাক মহেশ ভাটও কিন্তু পরক্ষণেই তিনি মনে করান লাইমলাইটে থাকাটা রাহা মায়ের পেট থেকেই শিখে এসেছে। ক্য়ামেরার সামনে দাঁড়াতে তাই ভয়ডর নেই রাহার। মহেশ বলেন, ‘আমার মনে হয় ক্যামেরা ফেস করাটা ওর জিনে রয়েছে’।
২০২২ সালের এপ্রিল মাসে মুম্বইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টেই বিয়ের পর্ব সারেন রণবীর-আলিয়া। পরিণতি পায় তাঁদের পাঁচ বছরের প্রেম সম্পর্ক। বিয়ের দেড় মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান অভিনেত্রী। ৬ই নভেম্বর আলিয়ার কোল আলো করে আসে রাহা। গত মাসেই এক বছর পূর্ণ করেছে রাহা। এক বছর এক মাস বয়স হতেই মেয়েকে দুনিয়ার সামনে এনেছেন তারকা দম্পতি।