বাংলা নিউজ > বায়োস্কোপ > Gadar 2-Jawan: জওয়ান আসতেই গদর ২-এর লসের সেঞ্চুরি, সিক্যুয়েল আসুক, লক্ষ্মীলাভের পর আশা SVF-র মহেন্দ্র সোনির

Gadar 2-Jawan: জওয়ান আসতেই গদর ২-এর লসের সেঞ্চুরি, সিক্যুয়েল আসুক, লক্ষ্মীলাভের পর আশা SVF-র মহেন্দ্র সোনির

জওয়ান আসতেই ব্যাকফুটে গদর ২

Gadar 2 Loses 100 Shows in Bengal: পশ্চিমবঙ্গে একদিনে ১০০ শো কমলো গদর ২-র। শাহরুখের জওয়ান আসতেই ধরাশায়ী সানি দেওলের ছবি।

প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই বছর শাহরুখের দ্বিতীয় ছবি মুক্তি পেয়ে গেল। ৭ সেপ্টেম্বর রাজার মতো বক্স অফিসে এন্ট্রি নিল কিং খান অভিনীত জওয়ান। প্রথম দিনেই এই ছবিটি ভারতীয় বক্স অফিসে ৭৫ কোটি এবং বিশ্বজুড়ে ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সাড়ে পাঁচটার শো হোক বা সাড়ে ছয়টার শো সব হাউজফুল। জওয়ান জ্বরে আক্রান্ত ৮ থেকে ৮০। কাশ্মীর থেকে কন্যাকুমারী ছবিটা একই। আর এই বহু প্রতীক্ষিত জওয়ান সুনামি আছড়ে পড়তেই মানে মানে সরে পড়তে হল সানি দেওল অভিনীত গদর ২ -কে। প্রায় এক মাস বক্স অফিসে দাপিয়ে বেড়ানোর পর কিং খান আসতেই হুড়মুড়িয়ে কমলো এই ছবির শোয়ের সংখ্যা। পশ্চিমবঙ্গে এক ধাক্কায় প্রায় ১০০টি শো হারাল গদর ২।

গত মাসে ১১ অগস্ট মুক্তি পায় গদর ২, OMG ২, ব্যোমকেশ ও দুর্গ রহস্য, চিনি ২। বাংলার বক্স অফিসে শেষ ছবিটা ছাড়া বাকি তিনটি মোটের উপর ভালোই ফল করেছে। গদর ২ তো রীতিমত দাপিয়ে ব্যবসা করেছে। এই ছবি তো ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটির বেশি ব্যবসাও করেছে। কিন্তু জওয়ান আসতেই তাদের সবাইকে জায়গা ছেড়ে দিতে হল।

প্রথমে জওয়ান বাংলায় ৫০০ -এর বেশি শো পেলেও দর্শকদের চাহিদা অনুযায়ী সেটা বাড়তে বাড়তে প্রায় ১২০০ শোতে গিয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে তো বেশ কিছু শো একেবারে ভোরবেলার। কিন্তু তাতে থোড়াই কেয়ার। এই মর্নিং শোগুলি রীতিমত হাউজফুল যাচ্ছে। জওয়ান ঝড় এভাবে চলতে থাকলে আগামীতে আরও বাড়তে পারে শোয়ের সংখ্যা।

প্রসঙ্গত গদর ২ -এর আগে বাংলায় ১২২ টি শোতে চলছিল বুধবার পর্যন্ত। কিন্তু একদিনেই ছবিটা পাল্টে গেল। বৃহস্পতিবার সানি দেওলের এই ছবি পশ্চিমবঙ্গে মোট ২২টা শোতে চলছে। আর কেন সেটা নিশ্চয় নতুন করে বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: ভোটের আগে প্রশ্ন করুন- ভাইরাল জওয়ানের শাহরুখের মনোলগ, কিং খানের মতো বদলের কথা কেজরিও বলেন, দাবি আপের

বেহালার অজন্তা সিনেমার কর্ণধার শতদীপ সাহা জানিয়েছেন, 'গদর ২ ভালোই ব্যবসা করছিল। কিন্তু জওয়ানের এত বেশি চাহিদা যে সেটাকে সরাতে হল। এই প্রথম আমরা ৬.৫০ -এর শো রেখেছি হলে। গোটা দিনে আমাদের ১১টা শো চলছে জওয়ানের।'

এসভিএফের তরফে মহেন্দ্র সোনি এদিন টুইট করে জানান, 'আমাদের প্রতিটা এসভিএফ সিনেমার সিঙ্গল ডে রেকর্ড ভেঙে চুরমাচুর হয়ে গিয়েছে জওয়ানের জন্য। এটাই শাহরুখ খান এফেক্ট। আশা করব পার্ট ২ আসবে।' তিনি এটার সঙ্গে এসভিএফ সিনেমার একটা তালিকা প্রকাশ করে হিসেব নিকেষের খতিয়ান দিয়েছেন।

কিং খান যেন নিজেই নিজের তুলনা। এর আগে তাঁর পাঠান ছিল বলিউডের প্রথমদিন সব থেকে বেশি আয় করা ছবি। সেটা ৫৭ কোটি টাকা আয় করেছিল প্রথমদিন। কিন্তু জওয়ান সেখানে ৭৫ কোটি টাকা আয় করেছে একদিনে। তাহলেই ভাবুন!

জওয়ান ছবিতে বলিউডের বেতাজ বাদশা ছাড়াও নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, প্রমুখ আছেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'এত্তটা নির্লজ্জ, অসংবেদনশীল…', পুজো মণ্ডপে ঢাকের তালে নেচে ট্রোলড তনুশ্রীরা শিশু পর্নোগ্রাফি মামলায় দোষী সাব্যস্ত ওনলি ফ্যানস কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদিদের ঠেঙিয়ে দাপুটে শতরান, জো রুট ভেঙে দিলেন সুনীল গাভাসকরদের বিরাট নজির DHFC-র নাম প্রত্যাহার! কলকাতা লিগ ঢুকছে লালহলুদে! অপেক্ষা আইএফএর সরকারি ঘোষণার… ‘‌দুর্গাপুজো শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, সার্বজনীন’‌, শুভেচ্ছা ইউনুসের উত্তর কলকাতার সেরা ১০ পুজো বেছে নিল HT বাংলা, কোনগুলি এই বছর না দেখলেই নয়? বড় পর্দায় টেক্কা আসতেই হল ভিজিট দেব-সৃজিতের! কী অনুরোধ করলেন দর্শকদের? ‘ফুচকাওয়ালাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে’, সিংহি পার্কের পুজো বয়কটের ডাক, এল সাফাই ‘বর্তমানেই থাকি, কালকের কথা ভাবি না’! সাফল্যের মন্ত্র জানালেন বিশ্বকাপজয়ী তারকা… ষষ্ঠীর বিকেল ভিজবে বৃষ্টিতে, এরপর সপ্তমীতেও উত্তর-দক্ষিণ মিলিয়ে ১০ জেলায় সতর্কতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.