শ্যুটিং সেরে বাপের বাড়ি যাওয়ার পথে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সুচন্দ্রা দাশগুপ্তের, ওদিকে হবু বরের সঙ্গে হিমাচল ঘুরতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের। ফের সড়ক দুর্ঘটনার বলি তরুণ অভিনেতা। প্রয়াত কেরলের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা কোল্লাম সুধী। বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। সোমবার ভোরে কেরলের ত্রিশূরের কাছে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কোল্লাম সুধীর। আহত আরও তিন সহ-অভিনেতা, জানিয়েছে পুলিশ।
সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশ জানায়, একই গাড়িতে কোল্লাম ছাড়াও ছিলেন আরও তিন শিল্পী, উল্লাস আরুর, বিনু আদিমালি ও মহেশ। সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ ত্রিশূরের কায়াপ্পামঙ্গলম পানামবিকুনের কাছে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই চারচাকার। তড়িঘড়ি চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে সুধীর মৃত্যু হয়। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। প্রাইভেট কারটি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল।
এই দুর্ভাগ্যজনক ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। একাধিক টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন কোল্লাম সুধী। বড় পর্দাতেও কাজ করেছেন। মিমিক্রি আর্টিস্ট হিসাবে বেশ সুনাম ছিল তাঁর। কোল্লাম সুধীর এই আচমকা মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির সহকর্মী-বন্ধুরা।
অভিনেতা কলাভবন শাহজন ইনস্টাগ্রামে শোকপ্রকাশ করে লেখেন, ‘প্রিয় বন্ধুর প্রতি… সমবেদনা…’। আসলে হঠাৎ করে এইভাবে ‘নেই’ হয়ে যাবেন কোল্লাম সুধী তা বিশ্বাসই করতে পারছেন না পরিচিতরা।
২০১৫ সালে ‘কান্থারি’ ছবির সঙ্গে রুপোলি সফর শুরু করেছিলেন প্রয়াত অভিনেতা। এরপর ‘কাট্টাপান্না’, ‘কুত্তানাদান’, ‘অ্যান ইন্টারন্যাশনাল লোকাল স্টোরি’র মতো ছবিতে অভিনয় করেছেন কোল্লাম সুধী। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ মালায়ালি ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রি।
কিছুদিন আগে এমনই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়েছিল টলিউডের উঠতি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তরে। ‘গৌরী এলো’-র মতো হিট সিরিয়ালে জুনিয়র আর্টিস্ট হিসাবে কাজ করেছিলেন সুচন্দ্রা। শ্যুটিং থেকে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষে মৃত্যু হয় সুচন্দ্রার। অন্যদিকে হবু বরের সঙ্গে হিমাচল প্রদেশে ছুটি কাটাতে গিয়ে প্রাণ হারান ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। সেই শোক কাটিয়ে উঠবার আগেই ফের বিনোদন জগতে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।