বাংলা নিউজ > বায়োস্কোপ > Raj Kapoor house in Pakistan: পাকিস্তানে রাজ কাপুরের বাড়ি ভেঙে শপিং মল তৈরির চেষ্টা, নাকচ করে দিল আদালত

Raj Kapoor house in Pakistan: পাকিস্তানে রাজ কাপুরের বাড়ি ভেঙে শপিং মল তৈরির চেষ্টা, নাকচ করে দিল আদালত

পাকিস্তানে রাজ কাপুরের বাড়ি ভেঙে শপিং মল তৈরির চেষ্টা, নাকচ করে দিল আদালত (ফাইল ছবি, সৌজন্যে ইমেজো/ইউনাইটেড আর্কাইভস ইন্টারন্যাশনাল/ডয়চে ভেলে)

দেশভাগের সময় পেশোয়ার ছেড়ে মুম্বইয়ে পাকাপাকিভাবে চলে আসে কাপুর পরিবার। দিলীপ কুমারও একই সময় ভারতে চলে এসেছিলেন। পরবর্তী সময় ইতিহাস। কাপুর পরিবার এখন বলিউডের একটি অন্যতম স্তম্ভ। পাকিস্তানেও কাপুর পরিবার অত্যন্ত জনপ্রিয়।

বাড়িটির বর্তমান মালিক আদালতে আর্জি জানিয়েছিলেন, বাড়ি ভেঙে শপিং মল তৈরির। আদালত তা নাকচ করে দিয়েছে।

পেশোয়ারে রাজ কাপুরের হাভেলি ভাঙতে চেয়েছিলেন বাড়িটির বর্তমান মালিক। ১৯৬৯ সালে অকশনে তিনি বাড়িটি কিনেছিলেন বলে আদালতকে জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, বাড়িটি এখন তাঁর সম্পত্তি। ফলে সেটি ভেঙে তিনি শপিং মল বানাতে চান। কিন্তু আদালত তা মানতে চায়নি।

আদালত জানিয়েছে, ওই হাভেলি এখন হেরিটেজ। ফলে কোনওভাবেই তা ভাঙা যাবে না। বরং বাড়িটির রক্ষণাবেক্ষণ করতে হবে। বস্তুত, এর আগে পেশোয়ারে দিলীপ কুমারের বাড়িও একইভাবে বাঁচিয়েছিল আদালত। ওই বাড়ির বর্তমান মালিকও বাড়িটি ভেঙে শপিং মল বানাতে চেয়েছিলেন। কিন্তু তা করতে দেওয়া হয়নি। একই আদালত ওই বাড়িটিকেও রক্ষণাবেক্ষণ করার নির্দেশ দিয়েছিল।

এদিন আদালত নির্দেশ দেওয়ার পর পেশোয়ারের প্রশাসন রাজ কাপুরের বাড়িটি সংরক্ষণের দায়িত্ব নেয়।

দেশভাগের সময় পেশোয়ার ছেড়ে মুম্বইয়ে পাকাপাকিভাবে চলে আসে কাপুর পরিবার। দিলীপ কুমারও একই সময় ভারতে চলে এসেছিলেন। পরবর্তী সময় ইতিহাস। কাপুর পরিবার এখন বলিউডের একটি অন্যতম স্তম্ভ। পাকিস্তানেও কাপুর পরিবার অত্যন্ত জনপ্রিয়।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা ছেলের অফিসের বাইরেই গুলি করে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে 'কখনও বলিনি যে আমার ছেলেদের ছবিতে সুযোগ দিন, নেপোটিজম বিতর্কে কড়া জবাব মিঠুনের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.