বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘তোমাকে ছাড়া ৩৬৫ দিন’, স্বামী রাজের প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ মন্দিরা

‘তোমাকে ছাড়া ৩৬৫ দিন’, স্বামী রাজের প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ মন্দিরা

রাজ কৌশলের প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ মন্দিরা

রাজ কৌশলের প্রথম মৃত্যুবার্ষিকীতে নেটমাধ্যমে আবেগতাড়িত পোস্ট মন্দিরা বেদীর।

ঠিক এক বছর আগে আজকের দিনে স্বামী রাজ কৌশলকে হারিয়েছিলেন অভিনেত্রী মন্দিরা বেদী। স্বামীকে হারানোর যন্ত্রণা এখনও দগদগে মন্দিরার কাছে। আজ পরিচালক-প্রযোজক রাজ কৌশলের প্রথম মৃত্যুবার্ষিকী। স্বামীর উদ্দেশ্যে নেটমাধ্যমে আবেগঘন পোস্ট করেন মন্দিরা।

নেটমাধ্যমে নিজের হাতে লেখা একটি কাগজের ছবি শেয়ার করেন মন্দিরা। ছবিতে লেখা রয়েছে- ‘তোমাকে ছাড়া ৩৬৫ দিন’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভাঙা হৃদয়। ক্য়াপশনে লিখেছেন, ‘তোমাকে মিস করি রাজি’। মাত্র ৪৯ বছর বয়সে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান রাজ কৌশল। পরিচালক স্বামীর মৃত্যুর পর স্বাভাবিক জীবনে ফিরতে বেশ খানিকটা সময় লেগেছে অভিনেত্রী তথা সঞ্চালিকা মন্দিরার।

আরও পড়ুন: অস্ত্রোপচার সফল, জার্মানিতে কেএল রাহুলকে আগলে রেখেছেন আথিয়া! কী বলছেন অভিনেত্রী?

২৫ বছরের পরিচিতি এবং ২৩ বছরের দাম্পত্য জীবন ছিল মন্দিরা এবং রাজের। ১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি বিয়ে হয়। তাঁদের দুই দুই ছেলে মেয়ে, বীর এবং তারা। ২০১১ সালে ছেলের জন্ম, ২০২০ সালে মেয়ে তারাকে দত্তক নেন। স্বামী মারা যাওয়ার পর তাঁদের দুজনকেই মানুষ করার দায়িত্ব এখন মন্দিরার একার।

পেয়ার মে কাভি কাভি, শাদি কা লাড্ডু, অ্যান্টনি কৌন হ্যায়-র মতো ছবি পরিচালনা করেছেন রাজ। মুকুল আনন্দ, সুভাষ ঘাই-এর মতো পরিচালকদের সহকারী হিসেবেও কাজ করেছেন। ১৯৯৮ সালে খুলেছিলেন নিজের বিজ্ঞাপন প্রযোজনা সংস্থা। ৮০০-র বেশি বিজ্ঞাপন তৈরি করেছেন নিজের পরিচালনায়। এখনও রাজেক প্রতি যে অগাধ ভালোবাসা রয়েছে মন্দিরার তা বোঝাই যায়।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মহাষ্টমীতে লক্ষ্মী নারায়ণ যোগের বিশেষ সংযোগ, আচমকা অর্থ লাভ হবে ৫ রাশির পুজোয় ভিড় সামলাতে একাধিক ব্যবস্থা শিয়ালদা-হাওড়ায়, ট্রেনে ওঠার আগে জানুন বিশদ বন্ধ হয় ২০০৬ সালে, কলকাতা থেকে নতুন করে চালু হবে সেই আন্তর্জাতিক ফ্লাইট মা-বোনেরা ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, আর আমার এখানে দুর্গাপুজো হচ্ছে…: শ্রীলেখা পুজোর সময় লোকাল বাতিলের প্রতিবাদে অবরোধ, শিয়ালদা দক্ষিণে ব্যাহত রেল পরিষেবা ‘প্রতিটা সূর্যোদয় যেন এক একটা উপহার…’ মলদ্বীপে ছুটির মেজাজে সোনম! বচ্চন পরিবারের রান্নাঘরের রাশ জয়ার হাতেই! KBC-তে অমিতাভ বললেন, ‘৫০ বছর পরেও…’ ১০৩০০ থেকে বেতন বেড়ে ২৫০০০! পুজোর মাসে বড় প্রাপ্তি, কালীঘাটে সরকারি কর্মীরা পুজোর সময়ে ছোট ফ্ল্যাটে অতিথিরা আসবেন? কীভাবে সাজাবেন সুন্দর করে কেবল রূপসা-সায়নদীপ নন, দেবীপক্ষে গাঁটছড়া বাঁধলেন অহনা-দীপঙ্করও?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.