বাংলা নিউজ > বায়োস্কোপ > Rhea Chakraborty: সুশান্ত নেই, বান্টিও অতীত, এবার মানুষী চিল্লারের প্রাক্তন, শিল্পপতি নিখিলের সঙ্গে সহবাস করছেন রিয়া!

Rhea Chakraborty: সুশান্ত নেই, বান্টিও অতীত, এবার মানুষী চিল্লারের প্রাক্তন, শিল্পপতি নিখিলের সঙ্গে সহবাস করছেন রিয়া!

রিয়ার নতুন প্রেম!

সুশান্তের পরে রিয়া চক্রবর্তী নাকি বান্টি সচদেবের সঙ্গে প্রেম করছেন।তবে এখন জানা যাচ্ছে, বান্টিও এখন রিয়ার জীবনে অতীত। আবারও নতুন প্রেম খুঁজে পেয়েছেন রিয়া। রিয়ার নতুন প্রেমিক হলেন শিল্পপতি নিখিল কামাত। যিনি কিনা, আবার প্রাক্তন মিস ইউনিভার্স (২০১৭) মানুষী চিল্লারের প্রাক্তন প্রেমিক। মা

নামটা রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই নামটির সঙ্গে বেশ পরিচিত হয়ে উঠেছিলেন অনেকেই। কারণটা আর নতুন করে না বললেও চলবে। সুশান্তের মৃত্যুর পিছনে হাত রয়েছে বলেও অভিযোগ উঠেছিল রিয়ার বিরুদ্ধে। মাদক মামলায় জড়িয়ে জেলও খেটেছিলেন রিয়া। পরে রিয়া জামিনে মুক্তি পাওয়ার পর কেটে গিয়েছে বহু সময়। সুশান্তের পর রিয়া নতুন প্রেম করছেন বলেও শোনা গিয়েছিল। 

জানা গিয়েছিল, সুশান্তের পরে রিয়া চক্রবর্তী নাকি বান্টি সচদেবের সঙ্গে প্রেম করছেন।তবে এখন জানা যাচ্ছে, বান্টিও এখন রিয়ার জীবনে অতীত। আবারও নতুন প্রেম খুঁজে পেয়েছেন রিয়া। রিয়ার নতুন প্রেমিক হলেন শিল্পপতি নিখিল কামাত। যিনি কিনা, আবার প্রাক্তন মিস ইউনিভার্স (২০১৭) মানুষী চিল্লারের প্রাক্তন প্রেমিক। মানুষীর সঙ্গে নিখিলের বিচ্ছেদ হতেই সেখানে 'এন্ট্রি' নেন রিয়া।

আরও পড়ুন-টি শার্ট আর জ্যাকেটে ঠিক যেন কলেজ ছাত্র, তামিলে কথা বললেন শাহরুখ, দেখুন চেন্নাই-এর নানা মুহূর্ত

আরও পড়ুন-২৯তম KIFF-এ একসঙ্গে আসবেন শাহরুখ-সলমন! আসতে পারেন অনিল কাপুর, বড় ঘোষণা মমতার

আরও পড়ুন-অমিতাভের ‘জলসা’য় মমতা, বিগ বি-কে পরালেন রাখি

একদিকে যেমন মানুষী এবং শিল্পপতি নিখিল কামাত একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। অন্যদিকে রিয়া ও নিখিল একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেছেন। এরপরই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে, রিয়া এবং নিখিল কামাত নাকি লিভ-ইন সম্পর্কেও রয়েছেন। যদিও এবিষয়ে মুখ খোলেননি রিয়া চক্রবর্তী। অন্যদিকে নিখিল কামাতের সঙ্গে বিচ্ছেদের পর নিজের কেরিয়ারে মন দিতে চান মানুষী চিল্লার।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও লিভ-ইন সম্পর্কে ছিল রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর পর তাঁর বিরুদ্ধে ভয়ানক অভিযোগ এনেছিল অভিনেতার পরিবার। এমনকি সুশান্তকে নিয়মিত মাদক দেওয়ারও অভিযোগ ওঠে রিয়ার বিরুদ্ধে। ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ৮ সেপ্টাম্বর মাদক যোগের অপরাধে রিয়াকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারপর থেকে রিয়ার ঠিকানা ছিল বাইকুল্লা জেল। পরে জামিনে মুক্তি পান রিয়া চক্রবর্তী। 

বন্ধ করুন