এখন ওয়েব সিরিজ আর লাইক হট কচুরিজ! দারুণ চাহিদা এর বাজারে। সময়ের দাবি মেনে এগোতে চাইলে ওয়েব মাধ্যমকে মোটেইএড়িয়ে যাওয়া যাবে না। পা এখানে রাখতেই হবে। আর টলিউড মোটেই এর বাইরে নয়। এতদিনে একে একে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, ইশা সাহা, অনির্বাণ ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় সহ বাংলার একাধিক প্রথম সারির অভিনেতারা ওয়েব মাধ্যমে ডেবিউ সেরে ফেলেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো সোজা বম্বেতে গিয়ে সেখানে দাপিয়ে সিরিজে কাজ করে চলেছেন। পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায় আবার টলি, বলি দুই জায়গার ওয়েব মাধ্যমেই কাজ করছেন। এবার সেই দলে নাম লেখাতে চলেছেন মিমি চক্রবর্তী। হ্যাঁ, অবশেষে তাঁকে একটি ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে।
HT বাংলার তরফে আগেই জানানো হয়েছিল যে মিমি চক্রবর্তী ওয়েব মাধ্যমে ডেবিউ করতে চলেছেন। তাঁর বিপরীতে থাকবেন রকি অউর রানি কি প্রেম কাহানি খ্যাত অভিনেতা টোটা রায়চৌধুরী। এই সিরিজের পরিচালনা করবেন চন্দ্রাশিস রায়। জানা গিয়েছে তাঁদের আসন্ন সিরিজের নাম যাহা বলিব সত্য বলিব। নাম থেকেই বুঝতে পারছেন এটি একটি কোর্টরুম ড্রামা হতে চলেছে। আর এখানেই আবারও উকিলের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।
এর আগেও ধনঞ্জয় ছবিতে মিমি চক্রবর্তী উকিলের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর বহু সময় কেটে গিয়েছে, তাঁর অভিনয় শৈলী আরও উন্নত হয়েছে। এবার তিনি এই সিরিজে এই চরিত্র কতটা আর কীভাবে ফুটিয়ে তোলেন সেটাই দেখার। যদিও সিরিজ নির্মাতারা এখনই এটি প্রসঙ্গে কিছুই বলতে নারাজ, তবুও জানা গিয়েছে প্রসিকিউটরের চরিত্রে থাকবেন মিমি আর ডিফেন্স লইয়ারের ভূমিকা পালন করবেন টোটা। হইচই প্ল্যাটফর্মে আসতে পারে এই সিরিজ।
আরও পড়ুন: খাগড়াগড় বিস্ফোরণের স্মৃতি ফেরাল ‘রক্তবীজ’-এর পোস্টার, পুজোয় রহস্য উদঘাটন করবেন আবির-মিমি
আরও পড়ুন: ‘আপনার BoyFriend কে দেখতে চাই’, অনুরাগীর আবদারে কী জবাব দিলেন মিমি?
প্রসঙ্গত মিমি চক্রবর্তীকে আগামীতে বাংলার দর্শক পুলিশের চরিত্রে দেখতে চলেছেন। তাঁকে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে রক্তবীজ ছবিতে দেখা যাবে। পুজোর আগে ১৯ অক্টোবর মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এই ছবি।