Misty Singh-Mamata Banerjee: মিষ্টি-রেমোর বিয়ের আসর হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোলাপি কাগজে মোড়া ওই বাক্সে মিষ্টির জন্য সোনার হার নিয়ে হাজির ছিলেন দিদি!
1/5তৃণমূল যুবনেতা সৌম্য বক্সীর সঙ্গে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের আসরে দেখা মেলেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও টেলি নায়িকা মিষ্টি সিং-এর বিয়ের অনুষ্ঠানে দেখা মিলেছে মুখ্যমন্ত্রীর। (ছবি-ইনস্টাগ্রাম)
2/5বৃহস্পতিবার রাতে শহরের এক সাত তারা হোটেলে বসেছিল মিষ্টি-রেমোর বিয়ের গ্র্যান্ড আসর। সেখানেই নবদম্পতিকে আর্শীবাদ দিতে পৌঁছেছিলেন মমতা। অভিনেত্রী জানিয়েছেন, রেমোকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বিয়ের কার্ড দিয়ে নিমন্ত্রণ করে এসেছিলেন তিনি। তবে মুখ্যমন্ত্রী আসবেন এমনটা কল্পনাও করেননি তিনি!
3/5বিয়ের আসরে মিষ্টির হাতে গোলাপি রঙা গিফট ব়্যাপে মোড়া একটি উপহার তুলে দিতে দেখা গিয়েছে দিদিকে। অনেকের মনেই প্রশ্ন জেগেছিল ভিতরে কী রয়েছে? অবশেষে খোলসা করলেন নতুন বউ। মিষ্টি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে একটি সোনার হার উপহার দিয়েছেন। তবে এখনও সেই হারটি পরার সৌভাগ্য হয়নি তাঁর। (ছবি-ফেসবুক)
4/5এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে মিষ্টি জানিয়েছেন, কারুর কাছে বিশেষ প্রত্যাশা রাখেন না তিনি। তবে মুখ্যমন্ত্রী যে নিজের ব্যস্ত শিডিউলের মধ্যেও তাঁদের জন্য সময় বার করেছেন এতেই কৃতজ্ঞ তিনি। বলেই ফেললেন, ‘উনি তো হুট করে কারুর বিয়েতে যান না, আমার বিয়েতে এলেন এটাই বড় ব্যাপার’। (ছবি-ইনস্টাগ্রাম)
5/5মিষ্টির বিয়ে সাজে মুগ্ধ হয়েছেন মমতা। মন খুলে আর্শীবাদ করেছেন নবদম্পতিকে। জানিয়েছেন, ‘তোমরা খুব সুখী হও, সংসার করো মন দিয়ে’। এদিন পরিবারের লোকজনের সঙ্গে দিদির আলাপ করিয়ে দেন অভিনেত্রী। শেষবার ‘আলতা ফড়িং’ সিরিয়ালে দেখা গিয়েছে মিষ্টিকে। (ছবি-ফেসবুক)