বিয়ের তারিখ জানালেন টলিউড অভিনেত্রী মিষ্টি সিং। আইবুড়োভাতের ছবি শেয়ার করে সকলের থেকে চেয়ে নিলেন নতুন জীবনের জন্য আশীর্বাদও।
1/5টলিপাড়ায় যেন বিয়ের মরশুম। দিনকয়েক ধরে টিভি অভিনেত্রী সুদীপ্তার বিয়ে নিয়ে মেতে ছিল নেটিজেনরা। আর সেই বিয়ে মিটতে না মিটতেই নিজের আইবুড়ো ভাতের ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী মিষ্টি সিং। লোভনীয় সব খাবারের ছবি শেয়ার করলেন তিনি। জানালেন বিয়ের তারিখও। ১৩ মে চারহাত এক হবে। জানেন তো মিষ্টির পাত্র কে?
3/5ছোটবেলার বন্ধু রেমো দাস রায়কেই বিয়ে করছেন মিষ্টি। তাঁদের প্রায় ১৪ বছরের প্রেম। বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে বসবে মিষ্টির বিয়ের আসর। গায়ে হলুদের সঙ্গে হবে মেহেন্দি, সংগীত। ১৮ মে হওয়ার কথা রিসেপশনের। তবে মন্ত্রোচ্চারণ করে বিয়ে নিয় শুধু রেজিস্ট্রি করে সিঁদুরদান আর মালাবদল করবেন।
4/5মিষ্টিকে শেষ দেখা গিয়েছে 'আলতা ফড়িং'-এর 'অমৃতা' চরিত্রে। বিয়ের জন্যই আর নতুন কাজ হাতে নেননি। খানিক বিরতি নেবেন বিয়ের পর। জানিয়েছেন মধুচন্দ্রিমায় তাঁদের ইউরোপ যাওয়ার ইচ্ছে। আর সেখান থেকে ফিরে এসেই ফের কাজে যোগ দেবেন।
5/5মিষ্টির হবু বরের রিয়েল এস্টেটের ব্যবসা। বিয়েতে ইন্ডাস্ট্রির প্রচুর চেনা মুখের আমন্ত্রণ রয়েছে। আর মেনুও বেশ চমকদার। থাকবে নানা বাঙালি পদ যেমন ভেটকি, পাঁঠার মাংস, চিকেন, চিংড়ি, স্যালাড সহ আরও নানা কিছু।