'মনোহরা'য় ফিরেছে ওমির দাদা আদিত্য আগরওয়াল। আর তাতেই মোদক পরিবারের সদস্যদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। আবার কোনও নতুন বিপদ ঘনিয়ে আসছে না তো? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে।
তাদের আশঙ্কাই ঠিক। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই দেশে ফিরেছে আদিত্য। সিদ্ধার্থর ক্ষতি করার পরিকল্পনাও সারা। সেই পথেই এক ধাপ এগিয়ে 'মনোহরা'য় পৌঁছয় সে। নিজের অভিপ্রায়ের কথা যদিও কাউকে বুঝতে দেয়নি। বরং দুঃসময়ে তার পরিবারের পাশে থাকার জন্য মোদক পরিবারকে ধন্যবাদ জানায় আদিত্য। তবুও তাকে নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না কেউ। নানা প্রশ্ন থেকেই যাচ্ছে।
এ সবের মাঝেই এসে পড়েছে মিঠাই-সিদ্ধার্থের বিবাহবার্ষিকী। এক বছর আগে বিয়ে হয়েছিল তাদের। এর পর সময় গড়িয়েছে। দু'জনের সম্পর্কের রসায়ন বদলেছে। এই দিনটার কথা কি মিঠাই ভুলতে পারে! কিন্তু সিদ্ধার্থ? তার কি আদৌ কিছু মনে আছে?
(আরও পড়ুন: ওমির মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরল আদিত্য! কী ভাবে বিপদ কাটিয়ে উঠবে মিঠাই? জেনে নিন)
সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছে মোদক পরিবার। দাদার মনের কথা জানতে মাইন্ড গেম শুরু করে নীপা। তাতে যদিও বিশেষ লাভ হয় না। মুখে কুলুপ এঁটে থাকে সিদ্ধার্থ।
(আরও পড়ুন: এনজয় ইওরসেলফ! ইংরেজিতে গোপালকে জন্মদিনের শুভেচ্ছা জানাল সিড, হেসে লুটোপুটি সকলে)
বিবাহবার্ষিকীর দিন সিদ্ধার্থর জন্য পুজো দেয় মিঠাই। কায়দা করে স্বামীকে ঠিক প্রণামও করে নেয়। কিন্তু তখনও স্ত্রীকে কিছু বুঝতে দেয়নি সে। বিশেষ দিন দু'জনে গোপালের জন্য গানও গায়। এ ভাবেই শুরু হয় তাদের দিন। এর পর কি মিঠাইয়ের জন্য বিশেষ চমক রেখেছে সিদ্ধার্থ? স্ত্রীর জন্য বিশেষ কিছু করতে চলেছে সে? নাকি খুুশির দিনে ঝড় আনবে আদিত্য? এখন সেটাই দেখার।