মন ভাঙা, বিচ্ছেদ সবার জীবনেই থাকে। কিন্তু এই ঘটনাগুলোই মিঠুন চক্রবর্তীকে ঘুরে দাঁড়াতে সফলতার শীর্ষে পৌঁছতে সাহায্য করেছিল বলেই জানালেন পর্দার হবু কাবুলিওয়ালা। তাঁর কথা অনুযায়ী জীবনে এক আধবার প্রেম ভেঙেছে মানে গোটা জীবনটাই শেষ হয়ে গেল এমনটা নয়।
এতদিন মিঠুন চক্রবর্তীকে জি বাংলার ডান্স বাংলা ডান্সে মহাগুরুর আসনে দেখা যাচ্ছিল। সদ্য শেষ হয়েছে সেই রিয়েলিটি শো। তারপরই মিঠুনকে দেখা গেল জি টিভির সারেগামাপাতে। হিন্দির এই রিয়েলিটি শোতে সম্প্রতি মিঠুন দা স্পেশাল পর্বের আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়ে একাধিক বিষয়ে কথা বলেন তিনি।
মিঠুনের জন্য এই বিশেষ পর্বে বাংলার ছেলে রিক বসু অ্যাম এ ডিস্কো ডান্সার গেয়ে সকলকে তাক লাগিয়ে দেন। মুগ্ধ হয়ে যান খোদ এমজি। তাঁর এই দুর্ধর্ষ পারফরমেন্সের পরই এই শোয়ের অন্যতম বিচারক অনু মালিককে মিঠুনের অভিনয় নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি ‘প্রেম প্রতিজ্ঞা’ ছবিতে মিঠুনের অভিনয়ের তুমুল প্রশংসা করেন। বলেন তিনি এখানে দারুণ ভাবে ভালোবাসা, বিচ্ছেদ, সহ সমস্ত জিনিস ফুটিয়ে তুলেছিলেন।
আরও পড়ুন: 'এই একটা জিনিসই...' প্রাক্তন মনোজিতের কোন জিনিস আজও ভালোবাসেন বৈশাখী?
তখনই মিঠুন চক্রবর্তী জানান তাঁর জীবনেও একাধিক প্রেম এসেছিল। আর সেটা ভীষণই গভীর ছিল। কিন্তু তিনি যতই ভালোবাসুন না কেন শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি। বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তাঁর কথায়, 'সকলেই কঠিন পরিস্থিতি দিয়ে যায় কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ভালোবাসা এবং উত্তরে ভালোবাসা না পাওয়া কিন্তু দারুণ একটা বিষয়। আমিও এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল। ভীষণ ভালবাসতাম, কিন্তু সে আমায় ছেড়ে চলে যায়। ওই সময়টাই আমায় সাহায্য করে ঘুরে দাঁড়াতে। আমি একজন সাধারণ অভিনেতা থেকে সুপারস্টার হয়ে উঠলাম। আজকাল লোকজন আমায় লিভিং লেজেন্ড বলে।' তিনি আরও জানান, 'পরে ট্রেনে মেয়েটির সঙ্গে একবার আমার দেখা হয়েছিল। ও আমায় দেখে লুকানোর চেষ্টা করছিল, কিন্তু আমি ওকে ডেকে বলি ওর সেই সিদ্ধান্তের জন্যই আমি আজ আমি হয়ে উঠতে পেরেছি। ওর জন্যই আমার জেদ চেপে গিয়েছিল।'
প্রসঙ্গত এই রিয়েলিটি শোতে এবার একাধিক বাংলার প্রতিযোগী আছেন। বিচারকের আসনে আছেন নীতি মোহন, হিমেশ রেশামিয়া এবং অনু মালিক। আদিত্য নারায়ণ সঞ্চালক হিসেবে আছেন এখানে।