গল্পে টুইস্ট ভালো, তবে অতিরিক্ত টুইস্ট ভালো নয়', মন ফাগুনের নতুন প্রোমো দেখে এমনটাই বলছে ভক্তরা। স্টার জলসার এই মেগা মাত্র কয়েকমাসেই দর্শক মনে জায়গা করে নিয়েছে। যদিও চলতি সপ্তাহের টিআরপি তালিকায় শন-সৃজলা জুটির এই ধারাবাহিকের রেটিং (৬.৯) বেশ খানিকটা কমে গিয়েছে। ‘লক্ষ্মী কাকিমা’র কাছেও হেরে যেতে হয়েছে ঋষি-পিহু জুটিকে। এই নিয়ে যখন বেজায় মাথাব্যাথা ভক্তদের তখনই হাজির সিরিয়ালের আসন্ন ট্র্যাকের চমকে দেওয়ার মতো প্রোমো!
এবার ঋষির সামনে হাজির ‘ছোটবেলার দু’জন হারিয়ে যাওয়া ভালোবাসা’। হ্যাঁ, কাহিনিতে এন্ট্রি নিচ্ছে নকল প্রিয়দর্শিনী, যা দেখে চোখ ছানাবড়া মনফাগুন ভক্তদের। নকল প্রিয়দর্শিনী হয়ে মনফাগুনের টিমে যোগ দিলেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য। হ্যাঁ, শ্রীময়ীর দিঠি এবার ঋষি-পিহুর মাঝের তৃতীয় ব্যক্তি হয়ে কাহিনিতে ঢুকে পড়লেন।
প্রোমো'তে দেখা গেল ফের একবার ঋষির জন্য কনের সাজে সেজেছে পিহু। টুবাইদাকে চিরকালের মতো আপন করে নিতে তৈরি সে। ‘কেউ আলাদা করতে পারবে না আমাদের’, মনে মনে একথাই বলে চলেছে ঋষিরাজ। তবে বিয়ের আসরে হাজির ঋষির মা, আর তার সঙ্গেই হাজির নকল প্রিয়দর্শিনী। সে ঋষিকে দেখে বলে উঠে, ‘এবার দুটো সপ্তর্ষিমণ্ডল এক হবে, তাই না টুবাইদা?’ এই কথা শুনে তো চমকে যায় ঋষি-পিহু দুজনেই।
ক্রিয়েটিভ টিমের এই সারপ্রাইজ মোটে পছন্দ হচ্ছে না ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে এই প্রোমোর। ভক্তরা বলছেন, আর মন ফাগুন দেখতে ইচ্ছুক নন তাঁরা। কেউ বলছে, ‘এবার বোরিং হয়ে যাচ্ছে’, কেউ বলছে ‘এত্তো সুন্দর ধারাবাহিকের একটা পজেটিভ প্রোমো দিলে কি আপনাদের ক্ষতি হয়ে যেত....’।

এখন দেখবার নকল পিহুর আগমন, ঋষি-পিহুর বিয়েটা ভেস্তে দেবে কিনা! আর তেমনটা হলে পিহু কেমনভাবে নকল প্রিয়দর্শিনীর পর্দা ফাঁস করবে গোটা পরিবারের সামনে। চ্যালেঞ্জের মুখে পড়লে দমে যাওয়ার মেয়ে মোটেই নয় সে। কিন্তু টুবাইদা তার আসল প্রিয়দর্শিনীকে চিনতে পারবে তো? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।