চলতি বছরের বিগ বস বারবার চর্চায় এসেছে সেখানকার প্রতিযোগীদের মধ্যেকার সম্পর্কের ওঠানামাকে ঘিরে। প্রত্যেক প্রতিযোগীর বাস্তব জীবনের নানা দিক সামনে এসেছে শো-তে। তা সে মুনাওয়ার ফারুকির একাধিক প্রেমের খবর আসা হোক, বা ভিকি আর অঙ্কিতার বিবাহিত জীবন ধীরে ধীরে ‘কলঙ্কময়’ হয়ে ওঠা, অথবা ঘরে থাকা দুই পুরুষ সদস্য ভিকি জৈন আর মুনাওয়ার ফারুকির সঙ্গে মান্নারার লিঙ্ক আপ।
আপাতত সলমন খানের শো চলে এসেছে তাঁর ফাইনাল সপ্তাহে। টপ ৫ পেয়ে গিয়েছে গোটা দেশ। মঙ্গলবারই ভোট আউট হয়ে যান অঙ্কিতার স্বামী ভিকি। আর সেরা পাঁচে পৌঁছেছেন অঙ্কিতা, ভিকি, অরুণ, মান্নারা ও অভিষেক।
তবে এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি কিছু এমন দাবি করলেন, যা অবাক করেছে শো দর্শকদের। টর্চার-টাস্কের পর থেকে কথা বন্ধ হয়ে গিয়েছিল মুনাওয়ার ও অঙ্কিতার। তবে ভিকি ভোট আউট হতেই দুজনের মধ্যে দূরত্ব কমেছে। দুজনে আবার একে-অপরের দিকে বাড়িয়েছেন বন্ধুত্বের হাত। আর তার পরেই মান্নারা-কে নিয়ে এমন কিছু বললেন মুনাওয়ার, যা বিষ্মত করল অঙ্কিতাকেও।
মুনাওয়ারকে বলতে শোনা গেল, মান্নারা নাকি তাঁকে চুমু খেয়েছে। সেটা দিওয়ালির রাতে। তবে একথা বলার সময় মুনাওয়ার ইঙ্গিতে হাত দিয়ে চুমু খাওয়ার ইঙ্গিত করে, দেখায় গালের দিকে। অঙ্কিতা যদিও বাধা দিয়ে জানান যে, সেএরকম কিছুই দেখেনি। তাতে মুনাওয়ার বলে, সে এতদিন এই কথা কারোকেই জানায়নি।
মুনাওয়ারকে বলতে শোনা যায়, ‘আমি খুব অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। বরাবরই চেষ্টা করে এসেছি আমি যাতে দুজনের মধ্যে একটা সীমারেখা বজায় থাকে। আমি এই নিয়ে ওর সঙ্গে কথা বলতে চাইনি কেন, ওকে আর অপ্রস্তুত করতে চাইনি।’
এর আগে একাধিকবার মুনাওয়ার আর মান্নারার সম্পর্ক নিয়ে উঠেছে প্রশ্ন। বিগ বসের ঘরের অন্য প্রতিযোগীরা বরাবরই দাবি করে এসেছেন, প্রিয়াঙ্কার পিসতুতো বোন একটু হলেও নরম হয়েছেন মান্নারার উপর। যদিও কখনও সেকথা মানতে চাননি মান্নারা। বরং, এই সম্পর্ককে ‘শুধুই বন্ধুত্ব’ হিসেবে দাবি করে এসেছেন।
মান্নারার এই দাবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সোশ্যালে। একজন লিখলেন, ‘গালেই তো চুমু খেয়েছে। এটা নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই।’ আরেকজন লিখলেন, ‘এই লোকটা শুধু দেখাতে চায় যে মেয়েরা ওর পিছনে পাগল। একটা গালে খাওয়া চুমু নিয়ে এখন সমবেদনা পেতে চাইছে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘আমি জানতে চাই মুনাওয়ার হঠাৎ কেন একথা বলে উঠল। শো জিততে আর কত নীচে নামবে’!