বাংলা নিউজ > বায়োস্কোপ > Navya-Amitabh: দাদু অমিতাভের সামনেই ঋতুস্রাব নিয়ে আলোচনা, 'এটা প্রগতির চিহ্ন' বললেন নভ্যা

Navya-Amitabh: দাদু অমিতাভের সামনেই ঋতুস্রাব নিয়ে আলোচনা, 'এটা প্রগতির চিহ্ন' বললেন নভ্যা

দাদুর সামনেই পিরিয়ডস নিয়ে কথা বললেন নভ্যা

Navya Naveli Nanda-Amitabh Bachchan: ঋতুস্রাব নিয়ে প্রকাশ্য আলোচনায় শামিল অমিতাভ ও তাঁর নাতনি নভ্যা। সমাজ বদলাচ্ছে, চিন্তাধারাতেও পরিবর্তন আসছে- বিশ্বাস বচ্চনের নাতনির। 

বলিউডের অন্যতম চর্চিত স্টারকিড নভ্যা নভেলি নন্দা। বচ্চন পরিবারের এই কন্যে অভিনয় নয়, ব্যবসাতেই মন দিয়েছেন পড়াশোনা শেষ করে। অমিতাভ কন্যা শ্বেতা নন্দা বচ্চন এবং নিখিল নন্দার মেয়ে নভ্যা। অল্প বয়সেই নভ্যা একজন সফল উদ্যোগপতি, পাশাপাশি মানসিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন নভ্যা। সম্প্রতি প্রকাশ্য সভায় দাদু অমিতাভ বচ্চনের উপস্থিতিতে ঋতুস্রাব বা মাসিক নিয়ে কথা বললেন নভ্যা। তাঁর কথায় বাড়িতে খুব স্বস্তিদায়ক পরিবেশে বড় হয়েছেন তিনি, তাঁর পরিবারে পিরিয়ড নিয়ে আলোচনা কোনও ট্যাবু নয়।

সম্প্রতি স্বাস্থ্যসচেতনতা নিয়ে একটি আলোচনাচক্রে যোগ দিয়েছিলেন অমিতাভ, দিয়া মির্জা, রশ্মিকা মন্দনা এবং নভ্য়া। সেখানে নারীদের স্বাস্থ্য সচেতনতার বিষয়টি নিয়েও বিশদে আলোচনা হয়। অভিনেত্রী রশ্মিকা মন্দনা বলেন, বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা ট্যাবু বিষয়গুলো নিয়ে বাবা-মা'র সঙ্গে খোলাখুলি আলোচনা করতে অস্বস্তিবোধ করে। নায়িকার সঙ্গে সহমত পোষণ করেন অমিতাভ, যোগ করেন তাঁর মতে ঋতুস্রাব হল ‘পুননির্মাণের চিহ্ন’।

দাদুর সঙ্গে সুর মিলিয়ে নভ্যা জানান, 'যেমনটা উনি বললেন, এটা জীবনের একটা চিহ্ন। এটা এমন কোনও বিষয় নয় যেটা নিয়ে মেয়েদের লজ্জিত হওয়ার প্রয়োজন রয়েছেন, বা বিষয়টা এড়িয়ে যাওয়ার দরকার রয়েছে। ঋতুস্রাব বিষয়টা দীর্ঘদিন ধরে একটা ট্যাবু বলে গণ্য হয়ে আসছে। কিন্তু সময় পালটাচ্ছে। আজ এই মঞ্চে আমি বসে রয়েছি আমার দাদুর সঙ্গে, এবং পিরিয়ডস নিয়ে কথা বলছি- এটাই তো প্রগতির একটা চিহ্ন। আজ এই মুক্তমঞ্চে বসে রয়েছি আমরা, এত মানুষ আমাদের দেখছে, আর আমরা খোলাখুলি ঋতুস্রাব নিয়ে আলোচনা করছি- এটা প্রমাণ করে আমি অনেকটা পথ এগিয়ে গেছি, একজন নারী হিসাবে শুরু নয়, আমাদের দেশও প্রগতিশীল হয়েছে।

ঋতুস্রাব নিয়ে আলোচনা কোনও ট্যাবু নয়, এই ধারণা ভাঙতে শুধু মেয়েরা নয় ছেলেরাও এগিয়ে আসছে, মত নভ্যার। তিনি জানান, ‘আমি সৌভাগ্যবান যে আমি এমন বাড়িতে বড় হয়েছি যেখানে ঋতুস্রাব নিয়ে কথা বলাটা খুব সহজ ছিল’।

আরও পড়ুন-দেব-প্রসেনজিৎ'কে ফের খোঁচা রাণা সরকারের, পুজোয় ‘কাছের মানুষ’-এর আয় মাত্র ৫০ লাখ?

২০২০ সালে একটি মেয়েদের জন্য একটি অনলাইন হেলথকেয়ার প্রোর্টাল (আরা হেলথ) শুরু করেছিলেন নভ্যা। এছাড়াও ‘নভেলি’ নামের একটি ক্যাম্পেন প্রোজেক্ট শুরু করেছেন নভ্যা, যার মাধ্যমে নারী-পুরুষ ভেদাভেদ নিয়ে লড়াই চালান এই স্টারকিড।

বন্ধ করুন