মন খারাপ করা খবর সৃজন ভক্তদের জন্য! গুরুতর দুর্ঘটনার কবলে দত্ত পরিবারের ‘বাবু’। এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ‘নিম ফুলের মধু’। গল্পে সবসময়ই নিত্যনতুন টুইস্ট, পর্ণার নতুন অভিযান। টিআরপির লড়াইয়ে সেরার দৌড়ে টিকে থাকতে সবসময় নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান শিল্পীরাও। চিত্রনাট্যের স্বার্থেই ‘নিম ফুলের মধু’র গল্পে একটি অ্যাকশন সিকুয়েন্স রাখা হয়েছিল, সেই দৃশ্যের শ্য়ুটিং করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়লেন নায়ক।
ইনস্টাগ্রামে রুবেলের অসুস্থতার কথা সবার প্রথম জানান তাঁর প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য। তা দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে ফ্যানেরা। রুবেলের জন্য সকলকে প্রার্থনা করার আর্জি জানান ‘যমুনা ঢাকি’।
কী হয়েছে রুবেলের? জানা গিয়েছে মঙ্গলবার নিম ফুলের মধুর অ্যাকশন দৃশ্যের শ্যুটিং-এর সময় বাসের উপর থেকে লাফ দেওয়ার সময় আচমকাই পড়ে যান রুবেল। এমনই বেকায়দায় নীচে পড়েছেন, যে তাঁর দু-পায়ের গোড়ালি ভেঙে গিয়েছে! শ্বেতা এই সময়কে জানিয়েছেন, ‘আপতত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক, প্রয়োজনে অস্ত্রোপচার করাতে হবে। ও তো ভীষণ ভালো নাচে, আমরা তাই সবাই খুব উদ্বিগ্ন। অপারেশনটা যাতে না করাতে হয়, সেটাই বাড়ির সকলে চাইছে’। সকলের কাছে শ্বেতার আর্তি, ‘আপনারা সবাই প্রার্থনা করুন, যাতে ও দ্রুত সুস্থ হয়ে ওঠে’।
এদিন ইনস্টাগ্রামে রুবেলের উদ্দেশে শ্বেতা লেখেন-'দ্রুত সেরে উঠো আমার চ্যাম্প… তুমি সাহসী ছেলে, আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি… তুমি ভালো তাই তোমার সাথে কোনও খারাপ হতে পারে না… শুধু কয়েকটা দিনের অপেক্ষা… লাভ ইউ বাবাই… আমি সবসময় তোমার সঙ্গে আছি'।
রুবেলের অ্যাক্সিডেন্টের কথা জেনে উদ্বিগ্ন অনুরাগীরা। অন্যদিকে দেড় মাস বিশ্রামে থাকলে লম্বা সময় ‘নিম ফুলের মধু’তে দেখা যাবে না রুবেলকে। নায়ক ছাড়া এত লম্বা সময় মেগা সিরিয়ালের গল্প এগিয়ে নিয়ে যাওয়াও চ্যালেঞ্জিং হবে নির্মাতাদের কাছে। এই মুহূর্তে টিআরপি তালিকায় সেরা চারে রয়েছে জি বাংলা প্রোডাকশনের এই সিরিয়াল।
প্রসঙ্গত, মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিয়ো শেয়ার করেছিলেন রুবেল। সেখানে কলকাতার জ্যামে কাহিল নায়কের অবস্থা ধরা পড়েছিল। ড্রাইভিং সিটে বসেছিলেন রুবেল, পাশের সিটে বসে প্রেমিককে নিয়ে মশকরায় মজে শ্বেতা। ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে অনস্ক্রিন জুটি হিসাবে দেখা গিয়েছিল শ্বেতা-রুবেলকে। ছেলেবেলার বন্ধু তাঁরা। সিরিয়ালের শ্যুটিং চলাকালীন অন্য একটি সম্পর্কে ছিলেন শ্বেতা। পরে ৯ বছরের সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। আপতত খুল্লমখুল্লা রোম্যান্সে মজে শ্বেতা-রুবেল। দ্রুত সেরে উঠুন রুবেল, এমনটাই প্রার্থনা সকলের।