দরজায় কড়া যাচ্ছে লোকসভা নির্বাচন। আর ২ মার্চ সন্ধ্যায় সদ্যই প্রকাশ্যে আনা হয়েছে বাংলায় বিজেপির তরফে কারা কোথায় প্রার্থী হচ্ছেন। ২০ আসনের প্রার্থী তালিকা এদিন বঙ্গ বিজেপি প্রকাশ্যে এসেছে। আর সেখান থেকেই জানা গিয়েছে এবারের লোকসভা নির্বাচনে বিজেপির তরফে টিকিট পেয়েছেন বিখ্যাত ভোজপুরি গায়ক পবন সিং। তিনি লড়বেন আসানসোল থেকে। তবে তাঁর কিন্তু খুব একটা সুখ্যাতি নেই। বরং নারীবিদ্বেষী হিসেবে বেশ দুর্নাম আছে। তাই তাঁর নাম প্রার্থী তালিকায় দেখে বেজায় চটেছেন অনেকেই। বাদ যাননি বাবুল সুপ্রিয়।
পবন সিং প্রার্থী হওয়ায় ক্ষুব্ধ নেটপাড়া
বাংলার নির্বাচনী প্রার্থী তালিকায় বিহারী একজনের নাম দেখে প্রাথমিক ভাবে চটেছে বাংলা পক্ষ। তাছাড়া আরও অনেকেই ক্ষুব্ধ হয়েছেন এই খবরে। তার একটাই কারণ পবন সিংয়ের গান এবং তাতে মহিলাদের অবমাননা। অনেকেই সেই সব গানের নাম স্ক্রিনশট তুলে পোস্ট করেছেন।
আরও পড়ুন: কটাক্ষকে বুড়ো আঙুল, নিয়মরীতি মেনেই সাতপাকে বাঁধা পড়লেন শ্রীময়ী-কাঞ্চন, দেখুন বিয়ের প্রথম ছবি
এক ব্যক্তি এদিন সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে ক্ষোভ উগরে লেখেন, 'ইনি হলেন পবন সিং, যিনি বাংলার মহিলাদের উপর এসব নোংরা শব্দ ব্যবহার করে গান বানান। তৃণমূল এটা নিয়ে কেবল আসানসোলের ইস্যু বানাবে না বরং রাজ্য ইস্যু হিসেবে তুলে ধরবে।'
আরেক ব্যক্তি লেখেন, 'আসানসোলের বিজেপির প্রার্থীর একজন নারীবিদ্বেষী সে কথা সকলেই জানেন। ওঁর নাম গুগলে সার্চ করে দেখুন, সব ইতিহাস পেয়ে যাবেন ওঁর। বাংলার উচিত এই ধরনের মানুষকে প্রত্যাখ্যান করার।' প্রসঙ্গত আসানসোলে পবন সিংয়ের বিপরীতে তৃণমূলের হয়ে দাঁড়াতে পারেন শত্রুঘ্ন সিনহা।
আরও পড়ুন: গোলাপি বেনারসিতে প্রশ্মিতা, পাশে ঘিয়ে পঞ্জাবিতে অনুপম, বিয়ে করেই লিখলেন, 'নতুন করে...'
আরও পড়ুন: মাদকাসক্তির থেকে কাঞ্চনকে টেনে বের করেন শ্রীময়ীই! বিয়ের আগে বললেন, 'উত্তেজনায় ফুটছি...'
বাবুল সুপ্রিয় কী বলছেন?
বাবুল সুপ্রিয় যিনি কিনা একসময় দাপিয়ে বিজেপি করেছেন এখন দল বদলে তৃণমূলে এসেছেন, তিনিও এই খবরে বেজায় চটেছেন। তিনি এই খবর ভাগ করে নিয়ে লেখেন, 'আসানসোলকে পবন সিং মুবারক। পবন সিংকে শিল্পী হিসেবে কিছু বলার নেই কিন্তু ওঁর এই গানের পোস্টারের দিকে চোখ রাখলেই সবটা বোঝা যাচ্ছে। বিজেপি একেবারে বাংলা এবং সেখানকার মহিলাদের নিয়ে যে ভাবে না তার জ্বলন্ত উদাহরণ।'