আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ৬-এর বদলে ২ মার্চের রাতেই চার হাত এক হবে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের। বিয়ের আগেই সম্পর্কের সূচনা নিয়ে কী বললেন?
আরও পড়ুন: 'খুব ভয়ে আছি...' চুটিয়ে প্রেম করে ছাদনাতলায়, তবুও কাঞ্চনকে বিয়ের আগে আতঙ্কিত শ্রীময়ী! কেন?
শ্রীময়ীকে বিয়ে করা নিয়ে কী বললেন কাঞ্চন?
বছর ২৭ এর শ্রীময়ীকে বিয়ে করছেন ৫৩ এর কাঞ্চন। এটা নিয়ে কম জলঘোলা হয়নি। তাঁকে বিয়ে করার আগে অনুভূতি প্রসঙ্গে টিভি৯ বাংলাকে কাঞ্চন মল্লিক জানান, 'খুবই আনন্দ হচ্ছে আমার। দুজন মিলে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি উত্তেজনা হবে না? আর তৃতীয় নিয়ে হলেও, ওর তো প্রথম। এতে শ্রীময়ীর কী দোষ? আর আমি তো আমার বয়স লুকিয়ে বিয়ে করছি না। শ্রীময়ী সবটা জানত। এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত।'
আরও পড়ুন: 'খুবই লক্ষ্মী বউমা...' বিয়ের এক বছর পর রিসেপশন সত্যজিতের নাতি সৌরদীপের! মানিকবাবুর নাতবউ কে?
আরও পড়ুন: 'মন জিতে নিলেন', মা নীতার জন্য আবেগঘন বার্তা অনন্তের, নিমেষে ভাইরাল প্রাক বিবাহ অনুষ্ঠানের ভিডিয়ো
এর আগে কাঞ্চন মল্লিকের দুটো বিয়ে ছিল। কিন্তু কোনও নিয়েই টেকেনি, সুখী হয়নি। তারপর এই তৃতীয় বিয়েতে রাজি হলেন কেবল শ্রীময়ীর জন্যই! হ্যাঁ, এমনটাই দাবি করে তিনি জানিয়েছেন, 'শ্রীময়ী আমায় বিয়ে নামক প্রতিষ্ঠানের উপর দিয়ে বিশ্বাস হারাতে দেয়নি। ওর মতো মানুষ হয় না। আমার জীবনে ওর অবদান অনেকটাই। আমার জীবনের পরশপাথর ও।'
কিন্তু কেন এমনটা মনে করেন কাঞ্চন? তাঁর কথায়, ' আমি যখন অ্যালকোহলিক হয়ে পড়ি তখন ও আমায় মনের সাহস জুগিয়েছে। ওর জন্যই এই নেশা থেকে বেরোতে পেরেছি।'
আরও পড়ুন: 'ছাল ছাড়ানো মুরগি', সুস্মিতাকে দেখেই ‘বাংলার উরফি’র তকমা! কী এমন করলেন জিতের নায়িকা?
আরও পড়ুন: বাউন্ডুলে ঘুড়ি ভালোবাসায় বাঁধা পড়ল অবশেষে, বিয়ে সারলেন অনুপম-প্রশ্মিতা
কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ে
১০ জানুয়ারি ২০২৪ এ দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স পান কাঞ্চন। এরপর ১৪ ফেব্রুয়ারি তিনি শ্রীময়ীর সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেন। তারপর থেকেই শুরু হয় তাঁদের সোশ্যাল ম্যারেজের প্রস্তুতি। প্রথমে জানা গিয়েছিল ৬ মার্চ হবে এই বিয়ে। পরে জানা যায়, না ২ মার্চ বিয়ে করছেন তাঁরা। থাকবেন তাঁদের পরিবার, আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা।