অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ব্রহ্মাস্ত্র পার্ট ১ শিবা ছবিটি দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছিল। মুক্তির পর বক্স অফিসে তুমুল সাফল্য পায় এই ছবিটি। কিন্তু জানেন কি আলিয়া ভাট এবং রণবীর কাপুর অভিনীত এই ছবিটিতে লাখ করার কথা ছিল সিদ্ধান্ত চতুরবেদির। হ্যাঁ, ঠিকই পড়লেন। কিন্তু তিনি সেই অফার ফিরিয়ে দেন। কেন? কী জানালেন অভিনেতা?
আরও পড়ুন: জি সিনে অ্যাওয়ার্ড যেন জওয়ান-ময়! শাহরুখ সহ রানি-সানি-কিয়ারারা কে কোন বিভাগে পুরস্কার পেলেন?
ব্রহ্মাস্ত্র ছবির অফার ফিরিয়ে দেন সিদ্ধান্ত চতুরবেদি
লাল্লানটপকে দেওয়া সাক্ষাৎকারে সিদ্ধান্ত চতুরবেদি জানান তাঁর কাছে ব্রহ্মাস্ত্র ছবিটির অফার এসেছিল, কিন্তু তিনি সেটা ফিরিয়ে দেন। এমনকি জানান এই কাজের জন্য তাঁকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয়। তিনি এই সাক্ষাৎকারে জানান, 'কাস্টিং থেকে আমায় ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছিল। আমায় সবাই বলেছিল এই ছেলেটা নিশ্চয় পাগল। কাস্টিং সার্কিটে পুরো বদনাম হয়ে গিয়েছিল আমার যে আমি সিলেক্ট হওয়ার পরও না করে দিই।'
আরও পড়ুন: 'এটা আসলে সব মহিলাদের আক্রমণ করা...' বিকিনি পরে স্তন্যপান করানোয় ট্রোল্ড সেলিনা, জবাবে বললেন কী?
তিনি এদিন আরও জানান, 'গালি বয় ছবির অফার পাওয়ার এক মাস আগে এই অফার এসেছিল। এই বড় ছবিটি আমার কেরিয়ারের সব থেকে বড় অফার ছিল। আমার সঙ্গে কাস্টিং ডিরেক্টরের কথা হয়েছিল। আমায় কোনও অডিশন দিতে হয়নি। আমায় খালি বলা হয়েছিল তুমি মার্শাল আর্টস করো না তো তোমায় আশ্রমের একজন সুপারহিরোর কাজ লড়তে হবে। আমায় বলা হয় এই ছবিটি করতে ৫ বছর লাগবে। দারুণ ভিএফএক্স থাকবে।' না করার কারণ জানিয়ে সিদ্ধান্ত বলেন, ' আমি বলেছিলেন পাগল! ধর্মার (ধর্মা প্রোডাকশন) সঙ্গে ৩ টি ছবির কনট্র্যাক্ট আছে। আর এই ছবিতে আলিয়া, রণবীর কাপুর, অমিতাভ বচ্চন আছেন আমায় কে দেখবে?'
আরও পড়ুন: চিকিৎসকের বারণ উপেক্ষা করে হুইলচেয়ারে বসেই ভুল ভুলাইয়া ৩ - এর কাজ শুরু করলেন আনিস বাজমি!
আরও পড়ুন: 'একজন মহিলা হয়ে...' তৃণমূলের প্রার্থী তালিকায় এবার নেই নাম, তারপরই আচমকা কার উপর রেগে গেলেন মিমি?
সেই ছবিতে কাজ না করলেও সিদ্ধান্ত চতুরবেদি খো গয়ে হাম কাঁহা ছবির মাধ্যমে নজর কেড়েছেন। তাঁর সঙ্গে এই ছবিতে অনন্যা পাণ্ডেকে দেখা গিয়েছিল।