বরাবরই চর্চায় থাকেন টলিউডের হট বেব নুসরত জাহান। বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। উঠতে বসতে ট্রোল হন। আর তিনি সেই ট্রোলারদের বুড়ো আঙুল দেখিয়ে চলেন নিজ মর্জিতে। রবিবারের চমক দিলেন তৃণমূলের সাংসদ ফ্লুরোসেন্ট সবুজ রঙের বিকিনিতে। যদিও বিকিনির উপর পরে রয়েছে সাদা রঙের লেসের রম্পার।
নুসরত বরাবরই লাস্যময়ী। তাঁরা রূপে ঘায়েল হয় লাখ লাখ। মা হয়েছেন ২০২১ সালের অগস্টে। কিন্তু ছিপছিপে চেহারায় ফিরত আসেন সন্তানের জন্মের মাসখানেকের মধ্যেই। আজকাল তো অবার নুসরতকে ‘অতিরিক্ত রোগা’ বলে ট্রোল করা কেউ কেউ। কেউ ডাকে ‘হারগিলে’, তো কেউ আবার ‘ঝাঁটার কাঠি।’
মুসলিম হয়ে বিকিনি কেন পরেন এই নিয়ে বহুবার কটাক্ষের মুখে পড়েছেন ধর্মীয় মৌলবাদীদের। এই তো বছরের শুরুতে যখন দীপিকার পরা গেরুয়া বিকিনি নিয়ে উঠেছিল কটাক্ষর ঝড়, তখন বিজেপির বিরুদ্ধে মুখ খুলে নুসরত বলেন, ‘ওরা আমাদের জীবন চালনা করার চেষ্টা করছে। কে কী খাবে, কী পরবে, কীভাবে কথা বলবে, কীভাবে চলবে, স্কুলে কী শেখাবে, টিভিতে কী দেখাবে, এই তথাকথিত ‘নতুন’ ভারতে আমাদের সবকিছুই অন্যরা চালনা করছে। এটা ভয়ঙ্কর। আমার ভয় হয় যে ভবিষ্যতে আমরা কোথায় গিয়ে দাঁড়াব’
ফ্ল্যাট তৈরির নামে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে নুসরতের নামে গত বছরে। যে সংস্থার একসময় ডিরেক্চর পদে ছিলেন নুসরত। অভিযোগ, প্রতারণার টাকায় নুসরত নিজে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। যদিও সাংবাদিক সম্মেলন করে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নুসরত জানান, তিনি ওই সংস্থার থেকে ঋণ নিয়েছিলেন, যা তিনি পরে পরিশোধও করে দেন। এদিকে আবার নুসরতের লোন নেওয়ার দাবি অস্বীকার করেছেন সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিংয়ের। তিনি সাফ জানিয়েছেন, সংস্থার তরফে নুসরতকে কোনও ঋণ দেওয়া হয়নি।
এদিকে কিছুদিন আগে নিজেদের প্রযোজনা সংস্থার কথাও ঘোষণা করেন নুসরত এবং যশ। সেই ছবি থেকেই আসছে এই জুটির পরবর্তী ছবি ‘মেন্টাল’। তাঁর বেটার হাফ তথা সহ অভিনেতা যশের ফার্স্ট লুক শেয়ার করে মেন্টাল ছবিটির বিষয়ে লিখেছিলেন, 'স্বভাবটা জেন্টল, দিল সে সেন্টিমেন্টাল, বাট ফর দ্য ডেভিল, হি ইজ মেন্টাল।' ইতিমধ্যেই ছবির শ্যুট শুরু হয়ে গিয়েছে। মুক্তি পাওয়ার কথা আগামী বছরের শুরুতে।