ওরহান আওয়াত্রামানি বা যাঁকে সবাই ওরি বলেই চেনেন সেই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সেনসেশন সম্প্রতি করণ জোহরের কফির আড্ডায় এসেছিলেন। সেখানে তিনি এমন কিছু কথা বলেন যা নজর কাড়ে নেটপাড়ার।
করণের কফির আড্ডায় ওরি
এদিন করণের কফির আড্ডায় ওরি এসে একাধিক বিষয়ে কথা বলেন। আর তার মধ্যে কিছু কথা একদিকে যেমন করণকে হাসিয়েছে তেমনই তাঁকে বাকরুদ্ধ করে দিয়েছে। এই ২৪ বছর বয়সী সোশ্যাল মিডিয়া সেনসেশন, যাঁকে হামেশাই কোনও না কোনও তারকার গা জড়িয়ে ছবি তুলতে, পার্টিতে দেখা যায় তিনি এদিন যা যা বলেছেন তাতে কেবল করণ নন, স্তম্ভিত হয়ে গিয়েছেন নেটিজেনরাও।
আরও পড়ুন: 'ব্যাস অওকাত দেখিয়ে দিল...' ব্রার উপর আধখোলা শার্ট, ১২ ফেলের মেধার পুরনো ছবি দেখেই খচে লাল ভক্তরা!
এদিন ওরি সাফ সাফ ভাষায় জানান উত্থান থাকলে পতন হবেই। তাঁর উত্থান যেমন দ্রুত গতিতে হয়েছে, তেমনই তাঁর পতনও আবশ্যক হবে। কিন্তু টুইস্ট হল ওরি নিজেই নিজের পতনের, থুড়ি ডিজিটাল মৃত্যুর ব্যবস্থা করছেন। এটা শুনে হতচকিত হয়ে যান করণ। একই সঙ্গে তিনি এদিন লোকজন যে তাঁকে ১৫ মিনিটের খ্যাতি বলে ডাকে সেটা বিষয়েও কথা বলেন। এবং জানিয়ে দেন, অন্য কারও বদলে নিজেই নিজের পতনের পরিকল্পনা করছেন। কেবল সঠিক আইডিয়ার অপেক্ষা করছেন বলেও তিনি এদিন জানান।
একই সঙ্গে ওরি জানান তাঁর অফিসে তাঁর মতো একাধিক মিনিয়ন আছে যাঁরা তাঁর মতো পোশাক পরে, ভাবে, কাজ করে। তাঁরাই তাঁর হলে পরিকল্পনা করেন। কী করে তিনি খবরের শিরোনামে থাকবেন, কী করে তাঁর পতন হবে তাঁরা সকলে মিলে ঠিক করেন।
আরও পড়ুন: ভূত মরে এবার পরী হবে! কীভাবে শান্তি পাবে জয়ার অতৃপ্ত আত্মা? প্রকাশ্যে ভূতপরীর ঝলক
বাদ দেন না তাঁর হামসকলের বিষয়ে কথা বলতে। জানান তিনি সব জায়গায় এক সঙ্গে একই সময় উপস্থিত থাকতে পারেন কারণ তাঁর হামসকলরা এসব ইভেন্টে গিয়ে তাঁর মতো করে তারকাদের জড়িয়ে ধরে ছবি তোলেন। তিনি যতক্ষণ না সেই ইভেন্টে পৌঁছেছেন ততক্ষণ তাঁরাই সামাল দেন।
কে কী বলছেন?
ওরির এই কথা শুনে হতবাক হয়ে গিয়েছে নেটপাড়া। তাঁকে প্রশংসা করেছেন, কেউ আবার কটাক্ষ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'কোন নেশা করেন ভাই?' আরেকজন লেখেন, 'এটা কী বলে দিল? ওর তো বলিউডে থাকা উচিত।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আমি বিশ্বাস করতে পারছি না আমি এই ৭ মিনিট ২১ সেকেন্ডের ভিডিয়ো দেখেও আফসোস করছি না। কী দারুণ বলল।'