বাংলা নিউজ > বায়োস্কোপ > ঘোষিত অস্কারের ফাইনাল নমিনেশন, শীর্ষে ১১ বিভাগে মনোনীত 'জোকার'

ঘোষিত অস্কারের ফাইনাল নমিনেশন, শীর্ষে ১১ বিভাগে মনোনীত 'জোকার'

১১ বিভাগে মনোনয়ন ছিনিয়ে নিল জোকার (সৌজন্যে-টুইটার)

পরিচালক জোয়াকিম ফিনিক্সেরি জোকার সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা সহ মোট ১১টি বিভাগে নমিনেশন ছিনিয়ে নিয়েছে।
  • এবছরও অস্কারের দৌড়ে উপেক্ষিত মহিলারা। লিটিল উইমেন ছবির জন্য অস্কারের ফাইনাল নমিনেশনের তালিকায় জায়গা পেলেন না গ্রেটা গেরউইগ।
  • সোমবার ঘোষিত হল ৯২তম অস্কার নমিনেশনের চূড়ান্ত তালিকা। গোল্ডেন গ্লোবের পর দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের দৌড়েও সবচেয়ে এগিয়ে থাকল জোকার। জোয়াকিম ফিনিক্সের এই ছবি সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা সহ মোট ১১টি বিভাগে নমিনেশন ছিনিয়ে নিয়েছে।

    এবছরও অস্কারের দৌড়ে উপেক্ষিত মহিলারা। লিটিল উইমেন ছবির জন্য অস্কারের ফাইনাল নমিনেশনের তালিকায় জায়গা পেলেন না পরিচালক গ্রেটা গেরউইগ। অন্যদিকে সোমবার ইতিহাস রচনা করল দক্ষিণ কোরিয়ার ছবি প্যারাসাইট। প্রথম দক্ষিণ কোরিয়ার ছবি হিসাবে অস্কারের দৌড়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল এই ছবি।

    নিঃসন্দেহে এবছর অস্কারের মঞ্চে সবচেয়ে বড় বাজি জোকার। এক নজরে দেখে নিন নমিশনের সংখ্যার বিচারে এগিয়ে থাকল কারা-

    জোকার (১১)

    ওয়ান্স আপঅন এ টাইম ইন হলিউড (১০)

    দ্য আইরিশম্যান (১০)

    ১৯১৭ (১০)

    প্যারাসাইট (৬)

    লিটিল ওমেন(৬)

    ম্যারেজ স্টোরি (৬)

    এবছর অস্কার অ্যাওয়ার্ডের ফাইনাল নমিনেশনের তালিকায় চোখ বুলিয়ে নিন-

    সেরা ছবি

    ফর্ড ভি ফেরারি, দ্য আইরিশম্যান, জোজো ব়্যাবিট, জোকার, লিটিল ওমেন, ম্যারেজ স্টোরি, ১৯১৭, ওয়ান্স আপঅন এ টাইম.. ইন হলিউড, প্যারাসাইট

    সেরা পরিচালক

    মার্টিন স্কোরসেসে (দ্য আইরিশম্যান), টোড ফিলিপস (জোকার), স্যাম মেন্ডিস (১৯১৭), কুয়েন্টিন ট্যারান্টিনো (ওয়ান্স আপঅন এ টাইম.. ইন হলিউড), বং জুন হো (প্যারাসাইট)

    সেরা অভিনেত্রী

    সিন্থিয়া এরিভো(হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সোইর্স রোনান (লিটল উইমেন), শার্লিজ থেরন (বোম্বশেল), রেনে জেলওয়েগার( জুডি)

    সেরা অভিনেতা

    অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি), লিওনার্দো ডি ক্যাপ্রিও( ওয়ান্স আপঅন এ টাইম ইন হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), জোয়াকিম ফিনিক্স (জোকার), জোনাথান প্রাইস (দ্য টু পোপস)

    সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র

    কোরপাস ক্রিস্টি, হানিল্যান্ড, পেইন অ্যান্ড গ্লোরি, প্যারাসাইট, লা মিজারেবলস

    ভারতীয় সময়ানুসারে সোমবার ১০ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে ৯২তম অ্যাকাডেমি পুরস্কারের আসর। এখন গোটাবিশ্বের চোখ সেই আসরের দিকেই।

    বন্ধ করুন