বাংলা নিউজ > বায়োস্কোপ > Pakistani TikTok star’s viral video: পাকিস্তানের টিকটক-তারকার নগ্ন ভিডিয়ো ভাইরাল! কেন বানিয়েছিলেন তিনি? কীভাবে ছড়ালো

Pakistani TikTok star’s viral video: পাকিস্তানের টিকটক-তারকার নগ্ন ভিডিয়ো ভাইরাল! কেন বানিয়েছিলেন তিনি? কীভাবে ছড়ালো

পাকিস্তানের টিকটক তারকার নগ্ন ভিডিয়ো ভাইরাল। 

Pakistani TikTok star Hareem Shah’s private videos go viral: জনপ্রিয় টিকটক তারকার নগ্ন ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কারা রয়েছেন এর পিছনে?

আবার হেনস্থার শিকার আর এক টিকটক তারকা। এবার তাঁর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই প্রতিটি ভিডিয়োই খুবই ব্যক্তিগত। এবং এই টিকটক তারকা সেই ভিডিয়োগুলিতে নগ্ন অবস্থায় রয়েছেন। 

কয়েক দিন আগেই পাকিস্তানের টিকটক-তারকা হারলিম শাহের এই ভিডিয়োগুলি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। হারমিল বর্তমানে মরোক্কোর বাসিন্দা। এর আগে তিনি নানা কারণে বেশ কয়েক বার বিতর্কের মুখে পড়েছেন। একবার পাকিস্তানের বিদেশ দফতরের অফিসে তিনি ঝামেলায় জড়িয়ে পড়েন। পরে আবার অন্য নানা কারণেও তিনি ঝামেলায় জড়ান। তার মধ্যে রাজনৈতিক কারণও ছিল।

(আরও পড়ুন: কলকাতাতেই তুমুল লড়াই দুই কুমিরের, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল! দেখুন এখানে)

বেশ কিছু দিন ধরে তিনি কোনও বিতর্কে জড়াননি। কিন্তু টিকটকের দৌলতে তাঁর জনপ্রিয়তা বাড়ছিল। এরই মধ্যে আবার হাজির নতুন বিতর্ক। তাঁর নগ্ন ভিডিয়ো নেটদুনিয়ায়। 

(আরও পড়ুন: 'বিশ্বসেরা ঝাল’ ওমলেট বানাতে চান? রিল দেখলেই জল আসবে চোখে)

কী বলছেন এই টিকটক-তারকা? তিনি দাবি করেছেন, এই ভিডিয়োগুলি একেবারেই ব্যক্তিগত কারণে তোলা। নিজের নগ্ন ভিডিয়ো তিনি নিজের জন্যই রেকর্ড করেছিলেন। সেই সময়ে তাঁর সঙ্গে থাকতেন দুই বান্ধবী সানদাল খট্টক এবং আয়েষা নাজ। তাঁর অভিযোগ, এই দুই বান্ধবীই সেই সময়ে তাঁর ফোন থেকে ওই ভিডিয়োগুলি ট্রান্সফার করে নেন। তাঁরাই নাকি এই ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন এই টিকটক-তারকা।

আপাতত সব মিলিয়ে বিরাট জটিলতা তৈরি হয়েছে হারলিমকে নিয়ে। টিকটকের কারণে হালে হারলিমের জনপ্রিয়তা বিরাট বেড়েছে। তাঁর রূপে মুগ্ধ বহু অুরাগীই। এ রকম সময় হারলিমকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক আবার তাঁকে ঝামেলায় ফেলল। 

সোশ্যাল মিডিয়ায় অনেকেই এর পিছনে ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছেন। কারও কারও মতে, হারলিমের জনপ্রিয়তায় ঈর্ষাণ্বিত হয়েই কেউ বা কারা এই কাজ করেছেন। কেউ কেউ অবশ্য অন্য রকমও ভাবছেন। তাঁদের দাবি, এটি হারলিম নিজেই করিয়েছেন। সব মিলিয়ে বিষয়টি নিয়ে জল্পনা তুঙ্গে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন