1/5পাওলি দাম (Paoli Dam)-এর সৌন্দর্যে বুঁদ হননি এরকম বাঙালি হয়তো নেই। শুধুই নিজের অভিনয়ের দক্ষতা দিয়েই নায়িকা বাজিমাত করেননি। বরং, তাঁর এলিগেন্স ও স্টাইল স্টেটমেন্ট দিয়েও মন জয় করেছেন সবার। (ছবি-ইনস্টাগ্রাম)
2/5শাড়ি পাওলির বরাবরই খুব প্রিয়। সম্প্রতি শ্বেতশুভ্র শিফন শাড়িতে সেজে ধরা দিয়েছেন পাওলি। ফ্লোরাল এমবেলিশড সাদা শাড়িতে অবনত আঁখি, স্নিগ্ধতায় মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী। (ছবি-ইনস্টাগ্রাম)
3/5পাতলা শিফনের শাড়ির সঙ্গে সরু স্ট্র্যাপের ব্লাউজ পরেছেন পাওলি, প্রায় পিঠখোলা এই ব্লাউজ। নিজের লুক সম্পূর্ণ করতে চুলে খোঁপা বেঁধেছেন এবং তাতে গুঁজেছেন গোলাপ। ঠোঁটে লাল লিপস্টিক, কাজল-কালো চোখ এবং কপালে লাল টিপ। সঙ্গে ঝোলা দুল, গলায় কিছু পরেননি নায়িকা। (ছবি-ইনস্টাগ্রাম)
4/5পাওলির এই লুকে একদিকে যেমন ঐতিহ্যের ছোঁয়া রয়েছে, তেমনই হালকা মর্ডান টাচও রয়েছে। দুর্গাপুজোয় সপ্তমীর রাতের পারফেক্ট লুক হতে পারে এটি। চাইলেই পাওলির এই শাড়ি হতে পারে আপনার কালেকশনের অংশ। (ছবি-ইনস্টাগ্রাম)
5/5পাওলির এই শাড়িটি টলিউডের নামী ডিজাইনার অভিষেক রায়ের লেবেল বহুরূপী শান্তিনিকেতনের। এর দাম ৫০০০ (পাঁচ হাজার) টাকা। শাড়িতে নিজেকে সাজাতে হলে এই মূল্য আপনাকে খরচ করতে হবে! তাহলে আর দেরি কীসের?