বাংলা নিউজ > বায়োস্কোপ > Parambrata-Anupam: জন্মদিনের রাতে পরমব্রতর মুখোমুখি অনুপম! বউদের ছাড়াই দু'জনে হাজির ফিল্মফেয়ারে

Parambrata-Anupam: জন্মদিনের রাতে পরমব্রতর মুখোমুখি অনুপম! বউদের ছাড়াই দু'জনে হাজির ফিল্মফেয়ারে

মুখোমুখি পরমব্রত-অনুপম

জন্মদিনে ফিল্মফেয়ারের লাল গালিচায় প্রশ্মিতা নয়, অনুপমের সঙ্গ দিল অন্য দুই ‘লেডি’! সঞ্চালক হিসাবে নজরকাড়া পরমব্রত, তবে হাজির হননি পিয়া। অনুপমকে এড়াতেই এই সিদ্ধান্ত? 

একই ইন্ডাস্ট্রিতে কাজের সূত্রে তাঁদের বন্ধুত্ব গড়ে উঠেছিল। অনুপম রায়ের সূত্রেই তাঁর স্ত্রীর সঙ্গে আলাপ হয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের। কিন্তু গত কয়েক বছরে বদলে গিয়েছে সম্পর্কের সমীকরণ। পিয়ার সঙ্গে দাম্পত্য চুকেছে অনুপমের। সেই সম্পর্ক ভাঙার পিছনে উঠে এসেছে পরমব্রতর নাম। গত বছর নভেম্বরে অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন নায়ক। এরপর ‘বউ চোর’ কটাক্ষে জেরবার হন পরম।

গত মাসের শেষে অনুপমের তৃতীয় বিয়ের খবর সামনে আসার পর নেটিজেনদের হাত থেকে খানিক রেহাই পেয়েছেন পরমব্রত। নায়ক জানিয়েছেন পরমব্রতর সঙ্গে তাঁর কোনও তিক্ততা নেই। একই ইন্ডাস্ট্রিতে কাজের সূত্রে পরস্পর পরস্পরের মুখোমুখি হবেন, এমনটাই স্বাভাবিক। শুক্রবার ছিল তেমনই একটা রাত। ২৯শে মার্চ অনুপম রায়ের জন্মদিন। সকালে ফ্যান ক্লাবের সঙ্গে বিশেষ দিনটা সেলিব্রেট করে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গায়ক সন্ধ্যায় পৌঁছেছিলেন ফিল্মফেয়ার বাংলার আসরে।

অনুষ্ঠানে বিশেষ দায়িত্বে ছিলেন পরমব্রত। ফিল্মফেয়ার বাংলা সঞ্চালনা করলেন নায়ক। আর পরমব্রতর উপস্থিতিতেই মঞ্চে উঠে দু-বার সেরার পুরস্কার নিলেন অনুপম। সেরা গীতিকার (অর্ধাঙ্গিনীর আলাদা আলাদা) এবং সেরা মিউজিক অ্যালব্যাম (দশম অবতার)-এর জন্য সম্মানিত অনুপম। অনুষ্ঠানের রেড কার্পেটে নতুন বউ প্রশ্মিতাকে নিয়ে হাজির হননি সঙ্গীতশিল্পী। বরং একাই গিয়েছিলেন। দুই ব্ল্যাক লেডি-কে হাতে নিয়ে মাঝপথেই অনুষ্ঠান ছেড়ে যান অনুপম। পরমব্রতর সঙ্গে কথা হল তাঁর? প্রকাশ্যে সে ছবি ধরা পড়েনি। 

অন্যদিকে চকোলেট রঙা বন্ধগলায় ফিল্মফেয়ারের স্টেজে পাওয়া গেল পরমব্রতকে। সৌরভ দাস ও সৌরসেনী মিত্রর সঙ্গে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরম। তাঁর সঙ্গেও দেখা মেলেনি পিয়ার। অনুপমের জন্মদিনটা নিজের পরিবারের সঙ্গে আড্ডা দিয়ে কাটালেন প্রাক্তন স্ত্রী। 

রেড কার্পেটে পরমব্রতকে বলতে শোনা গেল, ‘গত বছর আমার ফিল্মফেয়ার পাওয়ার সৌভাগ্য হয়েছিল, এই নিয়ে আমি চার থেকে পাঁচ বার ফিল্মফেয়ার বাংলা হোস্ট করছি, এটা আমার কাছে হোম গ্রাউন্ড’।

মিউজিক অ্যালবমের জন্য সেরার পুরস্কার পেয়ে সেটি নিজের গোটা টিমের সঙ্গে ভাগ করে নেন অনুপম। সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘মিউজিক অ্যালবাম হল গোটা টিমের পুরস্কার। আমার প্রত্যেক গায়ক, মিউজিশিয়ান, টেকনিশিয়ানদের প্রতি কৃতজ্ঞ, সবার জন্যই এটা সম্ভব হয়েছে। ধন্যবাদ টিম। কাজে ফিরছি, এই বছর আরও অনেক গান আসছে’।

অনুপমের জন্মদিনের প্ল্যানিং আগেই ফাঁস করেছিলেন প্রশ্মিতা। অনুপমের নতুন বউ জানান, তিনি অফিস যাবেন। অনুপমেরও কাজ রয়েছে। রাতে দুই পরিবার একসঙ্গে মিলে ডিনার সারবেন। পেশাগত দায়িত্ব সামলে বউ ও পরিবারের সঙ্গে নৈশভোজ জমিয়ে এনজয় করেছেন অনুপম।

প্রসঙ্গত, অনুপম-প্রশ্মিতার বিয়ের পর শুভেচ্ছা জানিয়েছিলেন পিয়া-পরম। যদিও প্রাক্তন স্ত্রীর বিয়ের খবর নাকি কিছুই জানতেন না তিনি, সংবাদমাধ্যমে এমনটা বলতে শোনা গিয়েছে অনুপমকে। এই দাবি ভুয়ো জানান পরমব্রত। নিবেদিতা অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে কিছুদিন আগে পরম জানান, 'ও এটা কেন বলেছে জানি না। কিন্তু অনুপমকে সবটা জানানো হয়েছিল। ও জানত আমাদের বিয়ের বিষয়ে। এই বিষয়ে আমি নিশ্চিত।'

 

 

বায়োস্কোপ খবর

Latest News

চালিয়ে খেলে হাফ সেঞ্চুরি, কঠিন উইকেটে দাগ কেটে পরিতৃপ্ত যশস্বী আসুন, নিজেকে চিনুন! এখানে ক’টি ঘোড়া দেখতে পাচ্ছেন? উত্তরই বলে দেবে বুদ্ধির দৌড় 'দুর্গা' রাজনন্দিনীর পাশে 'মহাদেব' রোহন! অন্যান্য কোন চরিত্রে কাদের দেখা গেল? খলিস্তানির মামলার জের, মার্কিন আদালতে তলব ভারতীয় আধিকারিকদের, মুখ খুলল দিল্লি পরকীয়ার অভিযোগ তুলে মহিলাকে জুতোর মালা পরিয়ে ঘোরালেন মহিলারাই, গ্রেফতার ৫ 'মেয়ের খুনের কিছু আগেই...', সামনে এল CBI-কে লেখা চিকিৎসকের বাবার চিঠি সল্টলেকে পথচিত্রে দুর্গা দলিত হচ্ছেন মানুষের দ্বারা, পুজোর আগে বিতর্ক তুঙ্গে ১৫ দিনের এই শ্রাদ্ধ পক্ষে পিতৃদের প্রসন্ন করতে কী করবেন ব্যবসায়ীর থেকে ৯ কোটি তোলাবাজি, অপরহণের অভিযোগ! CID- র জালে TMC কাউন্সিলর 2 ওভার শেষে Pakistan Women-র স্কোর 12/0

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.