শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা অহরহ। এখন খবর, টলিউডের এক পরিচালকের প্রেমে নাকি পড়েছেন তিনি।
1/5আপাতত আদলাতে চলছে শ্রাবন্তী ও রোশনের বিবাহ বিচ্ছেদের মামলা। তারই মাঝে খবর মিলছে নতুন প্রেমে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী আর নায়িকার এই মনের মানুষ আর কেউ না, তারই ছবির পরিচালক। খবর রটতেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। কটাক্ষ, ‘আর কতবার মন দেবেন তিনি এভাবে’!
2/5রোশনের সঙ্গে বিচ্ছেদের পর আবাসন আরবানারই বাসিন্দা আভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তী সম্পর্কে ছিলেন বলে শোনা গিয়েছিল। দুজনে একসঙ্গেই গিয়েছিলেন মলদ্বীপ-দুবাই। যদিও অভিনেত্রী শুধুমাত্র নিজের ছবিই শেয়ার করে নিয়েছিলেন। তবে সেই সম্পর্ক ভাঙে চলতি বছরেই। এরপর খবর মেলে নিজের জিম ট্রেনারকে মন দিয়েছেন।
3/5আর এখন নাকি শ্রাবন্তী প্রায়ই কফি শপ বা অ্যাওয়ার্ড শো যাচ্ছেন নিজের পরের ছবি (পড়ুন- দেবী চৌধুরানী)-র পরিচালকের সঙ্গে। যদিও পরিচালক ঘনিষ্ঠ এক সূত্র জানাচ্ছেন এরকম কোনও ব্যাপারই নেই। কাজের প্রয়োজনে সৌজন্য সাক্ষাৎ ব্যতীত কিছুই নয়। তবে ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস তো কমছে না!
4/5শুধু বাংলা নয়, ছটি ভারতীয় ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে দেবী চৌধুরানীর। নাম ভূমিকায় শ্রাবন্তী আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হচ্ছেন ভবানী পাঠক। পরিচালনায় ‘অভিযাত্রিক’-খ্যাত শুভ্রজিৎ মিত্র। স্থানীয় লোককথা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্য নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য। টলিউড সূত্রে খবর, সবচেয়ে বড় বাজেটের বাংলা ছবি হতে চলেছে এটা। এই সিনেমায় বিশেষ গুরুত্ব পাবে সেই সময়ের সন্ন্যাসী বিদ্রোহ। যা দমন করতে রীতিমতো বেগ পেতে হয়েছিল ব্রিটিশদের। তাই অ্যাকশনের দিকটাও মাথায় রাখা হয়েছে। যোগাযোগ করা হয়েছে বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর, ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশলের সঙ্গে।
5/5এদিকে আবার শ্রাবন্তীর আনা খোরপোশের মামালায় আপাতত স্থগিতাদেশ দিয়েছে আদালত। রায়ে বলা হয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪০ ধারায় যে ‘পারজারি’ (হলফনামা দিয়ে আদালতে মিথ্যা তথ্য পেশ) মামলা করেছিলেন রোশন, সেই মামলা জারি থাকবে। আর এই পারজারি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খোরপোষের মামলায় স্টে অর্ডার দিয়েছে আদালত। প্রসঙ্গত, প্রতি মাসে ৭ লক্ষ টাকা খোরপোষ দাবি করেছেন শ্রাবন্তী, জানিয়েছেন রোশনের আইনজীবী শ্যামল মণ্ডল।