২ মার্চ রবিবার তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউডের গায়ক অনুপম রায়। নিজের জগতের খ্যাতনামা নাম প্রশ্মিতা পালের সঙ্গে নতুন করে সংসার শুরু করতে চলেছেন। ২০২১ সালে অনুপমের দ্বিতীয় বিয়ে ভাঙার খবর আসে পিয়া চক্রবর্তীর সঙ্গে। এরপর ২০২৩ সালে নতুন করে জীবন শুরু করেছিলেন পিয়া ডিসেম্বর মাসে। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে, সই সাবুদ করে হয় বিয়েটা। তবে একরাশ কটাক্ষের হাত থেকে বাঁচতে পারেননি। এমনকী, সকলে তখন নিয়েছিল গায়ক অনুপমের পক্ষই। ঠিক কতটা অসহায় তাঁর প্রাক্তন গায়ক বর, সেটাই ছিল সকলের সমবেদনার বিষয়।
পিয়া অবশ্য কোনও কটাক্ষে ধার ধারেননি কখনোই। সাফ জানিয়েছিলেন, যার সঙ্গে তাঁর বিয়ে ভেঙেছে, বা যাকে বিয়ে করেছেন দুজনেই কারও না কারও প্রাক্তন। আসলে আমাদের সমাজ, বরাবরই মহিলাদের দিকে আঙুল তুলতেই বেশি পছন্দ করে।
আরও পড়ুন: মাস শেষের চমক! টিআরপি টপার জগদ্ধাত্রী হলেও, টক্কর নিম ফুলের মধু-ফুলকিতে, দুইয়ে কে?
বুধবার ইনস্টা স্টোরিতে একটি কোটেশন শেয়ার করেছেন অনুপম রায়ের প্রাক্তন। যেখানে লেখা রয়েছে, ‘কখনও কোনও আবেগকে এড়িয়ে চলতে, আমরা একটা মানুষকে এড়িয়ে চলা শুরু করি’। আর এই কোটেশন শেয়ার করে পিয়া লিখলেন, ‘এটা সবসময়ই আবেগ…’
অনুপম রায়ের তৃতীয় বিয়ের খবরে স্বভাবতই মিডিয়া যোগাযোগ করেছিল পিয়া চক্রবর্তীর সঙ্গে। পুরনো বরের বিয়ের খবরে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। শুধু তাই নয় নতুন জীবনের জন্য তাঁকে আর প্রশ্মিতাকে শুভেচ্ছাও জানিয়েছেন। বলেন, ‘আগে থেকেই জানি ওঁদের কথা। বিয়ের তারিখ ঠিক হয়েছে সেটাও জানতাম। আমরা তো সকলেই সকলের চেনা। ওঁরা দুজনে ভালো থাকুক'।
আরও পড়ুন: ২টো ব্যর্থ প্রেমের পর নায়িকা পান স্বামী, বউয়ের ছোটবেলা বরের ফোনে, বলুন তো কে?
যদিও পরমব্রত আবার দাবি করেছেন, তাঁর কাছে নাকি খবরই ছিল না, একসময়ের বন্ধু, বউয়ের প্রাক্তন স্বামী বসছেন বিয়ের পিঁড়িতে। অবশ্য শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনিও।
আরও পড়ুন: টুং টাং পিয়ানোয়! ৩ বছর বয়সেই ঢেউ উঠল সুরে, ইউভানের ভিডিয়ো শেয়ার মাম্মা শুভশ্রীর
প্রসঙ্গত, প্রশ্মিতারও এটা দ্বিতীয় বিয়ে। ২০১৮ সালের ১৫ই জানুয়ারি পেশায় চিকিৎসক শৌনককে বিয়ে করেন। সেই ছবি এখনও রয়েছে তাঁর সামাজিক মাধ্যমে। এদিকে, ২০২১ সালে যখন অনুপম আর পিয়ার ডিভোর্স হচ্ছে, তখনও এই সংসারেই বাঁধা ছিলেন গায়িকা বলে খবর। প্রশ্মিতার দাবি, তাঁর আর অনুপমের সম্পর্কের বয়স বছরখানেক। এইসময়কে প্রশ্মিতা বলেন, গত একবছর সম্পর্ক। যেহেতু দীর্ঘদিন ধরে একে অপরকে চিনতেন, তাই ঘটা করে প্রপোজ করার প্রয়োজন পড়েনি। মনের কথা বুঝে নিয়েছিলেন শুধু।