এই যে নায়িকার ছোটবেলার ছবিটি আপনি দেখেছেন তিনি বিদেশ থেকে এসে জায়গা করেছেন বলিউডে। প্রথম যখন পা রাখেন মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তখন হিন্দি বলতেও পারতেন না। না পারতেন সেভাবে বুঝতে। তবে বলিউডেরই এক নামি হিরো-র সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়েন কিছুদিনের মধ্যেই। সেই হিরো-প্রেমিকই পথ দেখিয়েছে। অবশ্য নায়িকা খাটেনও প্রচুর। নাচ শেখেন, হিন্দি শেখেন। এখন অবশ্য বিয়ে করেছেন নিজেরই এক সহকর্মীকে। বর এখন বউ বলতে অজ্ঞান, এমনকী, বউয়ের ছোটবেলার ছবি সেই নায়কের ফোনের ওয়ালপেপারও।
তবে প্রথম বলিউডে এসে যেই হিরোর সঙ্গে প্রেম, তার সঙ্গে বিচ্ছেদের পরেও, এক দীর্ঘ সম্পর্কে গিয়েছিলেন। সেও ছিলেন অভিনেতা। বলিউডের নামজাদা কাপুর পরিবারের ছেলে। সেই সম্পর্কের রেশ ছিল বছর পাঁচেক মাত্র।
আরও পড়ুন: টুং টাং পিয়ানোয়! ৩ বছর বয়সেই ঢেউ উঠল সুরে, ইউভানের ভিডিয়ো শেয়ার মাম্মা শুভশ্রীর
সেই প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ছিলেন একা। এখন যাকে বিয়ে করেছেন, সে হয়তো পড়েন না বলিপাড়ার এ লিস্টার হিরোদের তালিকায়। তবে, তাতে কি, ভালোবাসায় ভরে তাঁদের সংসার।
ঠিকই ধরেছেন এই ছোট্ট মেয়েটি আর কেউ নন, বর্তমানের নামি বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ। আর বউয়ের এই ছবিখানার সঙ্গে সকলকে আলাপ করিয়ে দিলেন ভিকি কৌশল নিজেই। দেখা গেল এটিই এখন তাঁর ফোনের ওয়াল পেপার। ভালোবাসার এমন নমুনা পেয়ে কার্যত চোখ ছানাবড়া নেট-নাগরিকদের।
আরও পড়ুন: কোটির মালিক অনন্ত-রাধিকা! বিয়েতে খাবার পরিবেশন করলেন নিজের হাতে, মুগ্ধ সকলে
ভিকি এবং ক্যাটরিনা ২০২২ সালে বিয়ে করেছিলেন। সম্প্রতি ভিকিকে প্রশ্ন করা হয়েছিল, ক্যাটরিনার সঙ্গে থাকার অনুভূতি কেমন? যাতে অভিনেতা জবাব দেন, ‘মনে করুন আজ আপনার ছুটির দিন। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। বেশ নিস্তব্ধতা। আপনার মনে কোনও ভয় নেই। এমন কিচ্ছু নেই, যেটা আপনাকে অনিশ্চয়তা দেবে। শুধু রয়েছে শান্তির উপস্থিতি। আমি যখন ওর সঙ্গে থাকি ঠিক এটাই অনুভূত হয়। কোথাও যেতে ইচ্ছে করে না। দৌড়াতে ইচ্ছে হয় না। এর থেকে ভালো আর কিছুই হয় না।’
আরও পড়ুন: হয় ডায়ালিসিস, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রভাত রায় দু সপ্তাহ পর, এখন কেমন আছেন?
ভিকি আরও বলেন, তিনি এমন একজনকে বরাবর জীবনে চেয়েছেন যার পাশে চুপচাপ দীর্ঘক্ষণ বসে থাকলেও, নীরবতা অনুভব হবে না। ক্যাটরিনার সঙ্গে সেই অনুভূতিই আসে। ক্যাটরিনার কাছে আসা বাড়ি ফেরার মতো। এমনকী, তাঁদের ডেটিংয়ের প্রথম দিন থেকে, বিয়ের এতদিনেও তাঁদের সেই অনুভূতি বদলায়নি। নিজেকে আন-রোম্যান্টিক দাবি করে ভিকি বলেন, ক্যাটরিনাই তাঁকে রোম্যান্টিক করে তোলে।